আগেই কয়েকটি বিষয়ে শুরু হয়ে গিয়েছিল ভরতি প্রক্রিয়া। এবার পুরোদমে স্নাতক পর্যায়ের আবেদন প্রক্রিয়া শুরু করল কলকাতার ()। উচ্চ মাধ্যমিকে (১০+২) উত্তীর্ণ পরীক্ষার্থীরা কলেজের অফিসয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন।
কোন কোন বিষয়ে আবেদন করা যাচ্ছে, দেখে নিন (Subjects in St. Xavier's College)
বি.এ. (B.A. Courses) :
১) ইংরেজি অনার্স (English Honours)
২) রাষ্ট্রবিজ্ঞান অনার্স (Political Science Honours)
৩) সমাজবিজ্ঞান অনার্স (Sociology Honours)
৪) বাংলা অনার্স
৫) বি.এ. পাস (ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান)
বি.এসসি (B.Sc) :
৬) ফিজিক্স অনার্স (Physics Honours)
৭) কেমিস্ট্রি অনার্স (Chemistry Honours)
৮) ম্যাথেমেটিক্স অনার্স (Mathematics Honours)
৯) কম্পিউটার সায়েন্স অনার্স (Computer Science Honours)
১০) স্ট্যাটিস্টিকস অনার্স (Statistics Honours)
১১) অর্থনীতি অনার্স (Economics Honours)
১২) মাইক্রোবায়োলজি অনার্স (Microbiology Honours)
১৩) মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিয়োগ্রাফি (Mass Communication and Videography Honours)
বি.কম (B.Com) :
১৪) বি.কম অনার্স (B.Com Hons)
১৫) বি.কম অনার্স, মর্নিং সেকশন (B.Com Hons) (শুধু ছেলেদের জন্য)
১৬) বি.কম ইভিনিং, মর্নিং সেকশন (B.Com Hons)
ম্যানেজমেন্ট (Management) :
১৭) ম্যানেজমেন্ট স্টাডিজ (Management Studies)
আবেদন ফি (Cost of Application Forms)
১) ম্যানেজমেন্ট স্টাডিজ, বি.এসসি, মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিয়োগ্রাফি কোর্সে আবেদনের জন্য ১,০০০ টাকা লাগবে।
২) অন্য কোর্সে ৫০০ টাকা লাগবে।
গুরুত্বপূর্ণ তারিখ :
১) আবেদনের শুরুর তারিখ : ১৪ জুলাই, ২০২০।
২) আবেদনের শেষের তারিখ : ২০ অগস্ট, ২০২০।