শুরু হয়ে গিয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে () স্নাতক পর্যায়ের ভরতি প্রক্রিয়া। উচ্চ মাধ্যমিকে (১০+২) উত্তীর্ণ পরীক্ষার্থীরা কলেজের অফিসয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন।
কোন কোন বিষয়ে আবেদন করা যাচ্ছে, দেখে নিন :
১) অর্থনীতি (Economics)
২) ইংরেজি (English)
৩) মাস কমিউনিকেশন (Mass Communication)
৪) ম্যানেজমেন্ট স্টাডিজ (Management Studies)
৫) বি.কম অনার্স, মর্নিং সেকশন (B.Com Hons, Morning Section)
৬) বি.কম অনার্স (B.Com Hons)
ভরতির যোগ্যতামান (St. Xavier's College UG Eligibility Criteria) :
সেন্ট জেভিয়ার্স কলেজে স্নাতক স্তরে (St. Xavier's College UG Admission) ভরতির আবেদন :
গুরুত্বপূর্ণ তারিখ :
গত ১৫ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেলেও কতদিন তা চলবে, সে বিষয়ে সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি। কবে মেধাতালিকা প্রকাশ করা হবে, ফি দেওয়ার শেষ তারিখ, নথি যাচাইয়ের (ডকুমেন্ট ভেরিফিকেশন) শেষ তারিখও দেওয়া হয়নি। সেই সংক্রান্ত আপডেটের জন্য নিয়মিত সেন্ট জেভিয়ার্স কলেজের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
ফি কাঠামো :
করোনাভাইরাস পরিস্থিতিতে প্রথম সেমেস্টারের (জুলাই-ডিসেম্বর) ফি ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষ। পাশাপাশি, দুটি কিস্তিতে টাকা দেওয়া যাবে - একটি ভরতির সময় এবং দ্বিতীয় কিস্তিতে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ফি দিতে হবে। হস্টেল ফিও কমানো হয়েছে। ভরতির ফি (Admission Fee) অবশ্য অপরিবর্তিত থাকছে।