Job in Kolkata: নিউটাউনে স্মার্ট মিটারের কারখানা, কগনিজ্যান্টেও প্রচুর চাকরি, কাজ এবার বাংলাতেই!
1 মিনিটে পড়ুন Updated: 08 Nov 2024, 03:41 PM ISTআর চাকরির খোঁজে ভিনরাজ্যে ঘুরে বেড়াতে হবে না। এবার চাকরি মিলবে বাংলাতেই। কলকাতায়, নিউটাউনে।

রাজ্যে ফের কর্মসংস্থানের বিরাট সুযোগ। নিউটাউনের সিলিকন ভ্যালিতে একেবারে আধুনিক প্রযুক্তির স্মার্ট মিটার তৈরির কারখানা হবে। প্রায় পাঁচ একর জায়গার উপর তৈরি হবে এই কারখানা। প্রায় ৯০০-৯৫০ কোটি টাকার লগ্নি হবে এই কারখানায়। একজন-দুজনের নয়, প্রায় ৯০০০ জনের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে। অর্থাৎ আর ভিনরাজ্যে যেতে হবে না। চাকরি হবে বাংলাতেই।
এখানেই শেষ নয়। কাজের সুযোগ রয়েছে আরও। বিখ্য়াত আইটি সংস্থা কগনিজ্যান্ট সল্টলেকের সেক্টর ফাইভে তাদের নতুন ক্যাম্পাস তৈরি করবে। সেখানেও বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা। সেখানে অন্তত ২০০০ জনের চাকরির সম্ভাবনা রয়েছে।
আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে জানা গিয়েছে, বৃহস্পতিবার বণিকসভা সিআইআইয়ের সভায় ইসক্রাইমেকো ইন্ডিয়ার এমডি মদন মোহন চক্রবর্তী জানিয়েছেন, নিউটাউনের সিলিকন ভ্যালিতে পাঁচ একরে আধুনিক প্রযুক্তির স্মার্ট মিটার তৈরির কারখানা গড়তে চলেছি। ৯০০-৯৫০ কোটি টাকা লগ্নি হবে। প্রত্যক্ষ কর্মসংস্থান হবে ৯০০০ জনের।
এদিকে কাজের বাজার মন্দা বলে অনেকেই হা হুতাশ করেন। তবে এবার তাঁদের জন্য় একেবারে সুবর্ণ সুযোগ। এবার বিপুল চাকরির সুযোগ। আইটি সেক্টরে চাকরি পাওয়ার জন্য যারা মুখিয়ে থাকেন তাঁদের জন্য এবার বিরাট সুযোগ। কলকাতায় স্মার্ট মিটারের কারখানা তৈরি হবে সেখানে বিপুল কর্মসংস্থানের সুযোগ হতে পারে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports