RRB NTPC Results Timeline: RRB NTPC-র রেজাল্ট কবে? প্রথমবার সূচি ঘোষণা রেলের, চাকরি পাবেন ৩৫,২৮১ জন Updated: 18 Nov 2022, 12:45 PM IST Soumick Majumdar নন-টেকনিকাল পদে নিয়োগের ফল প্রকাশের টাইমটেবিল ঘোষণা করল ভারতীয় রেল। এর ফলে এই পদগুলির জন্য পরীক্ষা দেওয়া হাজার হাজার পরীক্ষার্থী কিছুটা হলেও স্বস্তি পাবেন। রেজাল্টের জন্য অনিশ্চয়তায় অনন্তকাল হাপিত্যেশ করতে হবে না।