অবশেষে প্রকাশিত হল প্রাথমিক টেটের অ্যাডমিট কার্ড (Primary TET 2022 Admit Card)। প্রার্থীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbprimaryeducation.org এবং www.wbbpe.org থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
কীভাবে প্রাথমিক টেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন (প্রথম উপায়)?
১) প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট -তে যান।
২) হোমপেজে গিয়ে নীচের দিকে একটু স্ক্রল করুন। সেখানে ‘Online Application for Teacher Eligibility Test-2022 (TET-2022) for Classes I-V’ অপশন আছে। তাতে ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) তারপর 'Print/Download Admit Card'-তে ক্লিক করুন। নয়া একটি পেজ খুলে যাবে।
৫) তারপর টেটের রেজিস্ট্রেশন নম্বর (যেমন - TET1111111) ও জন্মতারিখ দিন। তারপর 'Print Admit Card'-তে ক্লিক করুন।
৬) আপনার একটি নয়া পেজ খুলে যাবে (অনেকের নাও আসতে পারে, সেক্ষেত্রে দেখে নেবেন যে Pop-Up ব্লক করা আছে কিনা)। সেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন। পরীক্ষার দিন যাতে নিয়ে যেতে পারেন, সেজন্য আগেভাগেই প্রিন্ট-আউট করে রেখ দিন।
কীভাবে প্রাথমিক টেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে (দ্বিতীয় উপায়)?
১) প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট -তে যেতে হবে প্রার্থীদের।
২) হোমপেজের নীচের দিকে 'Click here Online Application for Teacher Eligibility Test-2022 (TET-2022) for Classes I to V' আছে। তাতে ক্লিক করতে হবে প্রার্থীদের। তারপর নতুন একটি পেজ আসবে।
৩) নয়া পেজে ‘Teacher Eligibility Test, 2022 (TET-2022)’-তে ক্লিক করতে হবে প্রার্থীদের।
৪) তারপর একটি নয়া পেজ চলে আসবে আপনার স্ক্রিনে। Print/Download Admit Card'-তে ক্লিক করতে হবে। নতুন পেজ খুলে যাবে।
৫) টেটের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ সাবমিট করতে হবে। তারপর 'Print Admit Card'-তে ক্লিক করতে হবে প্রার্থীদের।
৬) যে নয়া পেজ আসবে, সেটাই হল টেটের অ্যাডমিট। তা ডাউনলোড করে নিন।
আরও পড়ুন: TET 2022 Result Date: টেটের ফলাফল প্রকাশ হবে কবে? বৈঠকে বড় সিদ্ধান্ত নবান্নর
প্রাথমিক টেটের অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডিরেক্ট লিঙ্ক (Primary TET 2022 Admit Card Download Link) -- ।
উল্লেখ্য, আগামী ১১ ডিসেম্বর (রবিবার) প্রাথমিক টেট আছে। বেলা ১২ টা থেকে পরীক্ষা শুরু হবে। চলবে দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষার্থীদের দু'ঘণ্টা আগে ‘রিপোর্ট’ করতে বলা হয়েছে।