বেশ কিছু নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেলের নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার জোন। জেনে নিন বিশদে।আবেদনের সময়সীমাগত ৩০ ডিসেম্বর নোটিশ প্রকাশ করে রেল। আগামী ৫ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।বয়সের সীমাআবেদনকারী প্রার্থীদের বয়স ২০ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। বিশেষ সংরক্ষণের তালিকাভুক্ত প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে। SC/ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন। শূন্যপদএকজন নার্সিং সুপারিন্টেনডেন্ট ও একজন ফার্মাসিস্ট নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক কাজ। স্থায়ী চাকরি নয়।শিক্ষাগত যোগ্যতানার্সিং সুপারিন্টেনডেন্ট : স্বীকৃত নার্সিং স্কুল থেকে B.Sc পাশ হতে হবে।ফার্মাসিস্ট : ন্যূনতম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ। এর পরে ফার্মাসিতে দুই বছরের ডিপ্লোমা। এর পাশাপাশি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া অথবা রাজ্য ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। আবেদন কোথা থেকে?বায়ো-ডেটা ও প্রয়োজনীয় নথি PDF করে paramedicaldrmp22@gmail.com-এ ইমেল করতে হবে।