নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক(RRB)। আইবিপিএস(IBPS)-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন।চাকুরিপ্রার্থীদের সুবিধার্থে গ্রামীণ ব্যাঙ্কের নিয়োগ সম্পর্কিত তথ্যাদি বিশদে দেওয়া হল:মোট শূন্যপদঅফিস অ্যাসিস্ট্যান্ট : ৪,৪৮৩ টিঅফিসার স্কেল I : ২,৬৭৬ টিঅফিসার স্কেল II : ৮৪২ টিঅফিসার স্কেল III: ৮০ টিশিক্ষাগত যোগ্যতা:যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।বয়সসীমা :অফিস অ্যাসিস্ট্যান্ট : ১৮-২৮ বছরঅফিসার স্কেল I : ১৮-৩০ বছরঅফিসার স্কেল II : ২১-৩২ বছরঅফিসার স্কেল III: ২১-৪০ বছরআবেদন ফি :জেনারেল প্রার্থীদের জন্য আবেদন ফি ৮৫০ টাকা। সংরক্ষিত এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ১৭৫ টাকা।আবেদন অনলাইনে :একজন প্রার্থী একটিই পদের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনেই আবেদন।আবেদনের শেষ তারিখ :আবেদন চলছে। আবেদনের শেষ তারিখ আগামী ২৭ জুন, ২০২২। পরীক্ষার সম্ভাব্য তারিখ :আগামী অগস্ট ২০২২-এ প্রিলিমিনারি পরীক্ষা হবে। এরপর সেপ্টেম্বর/অক্টোবর ২০২২-এ মেন পরীক্ষা হওয়ার কথা।