IBPS PO Recruitment Latest Update: IBPS-র প্রবেশনারি অফিসারের মেন পরীক্ষায় রেজাল্ট কী হল? রইল লিঙ্ক, এবার কী হবে?
1 মিনিটে পড়ুন Updated: 31 Jan 2025, 02:58 PM IST-
এবার IBPS PO নিয়োগ প্রক্রিয়ায় কী হবে?
যে প্রার্থীরা IBPS প্রবেশনারি অফিসার নিয়োগের মেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। যা হতে পারে আগামী ফেব্রুয়ারিতেই। নির্দিষ্ট কেন্দ্র, নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট জায়গায় সেই ইন্টারভিউ হবে। কোন প্রার্থীর কবে, কখন ইন্টারভিউ হবে, তা অ্যাডমিট কার্ড বা কললেটারে জানিয়ে দেবে আইবিপিএস। ইন্টারভিউ রাউন্ডে মোট ১০০ নম্বর থাকে।
IBPS PO নিয়োগ প্রক্রিয়ায় শূন্যপদ কত?
এবারের IBPS প্রবেশনারি অফিসারর নিয়োগ প্রক্রিয়ায় শূন্যপদের সংখ্যা হল ৩,৯৫৫। অর্থাৎ মোট ৩,৯৫৫ জন প্রবেশনারি অফিসার নিয়োগ করা হবে। আর সেই নিয়োগের জন্য আবেদেন প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২৪ সালের ১ অগস্ট থেকে। ৩১ অগস্ট পর্যন্ত চলেছিল আবেদন প্রক্রিয়া। তারপর হয়েছিল প্রিলিমিনারি পরীক্ষা। আর নভেম্বরে হয়েছিল মেন পরীক্ষা।
আরও পড়ুন: Career Suggestion: ভারতে বড়লোক হতে হলে কোন কেরিয়ার ভালো? কলেজ পাস করে কী করবেন
উল্লেখ্য, চলতি বছর গড়ে ৯.৪ শতাংশ বেতন বাড়তে পারে ভারতীয় কর্মীদের। এমনই জানানো হল হিউম্যান রিসোর্স (HR) উপদেষ্টা সংস্থা মার্সার 'টোটাস রেমুনারেশন সার্ভে'-তে (মোট পারিশ্রমিক সমীক্ষা)। ওই রিপোর্ট অনুযায়ী, গত পাঁচ বছরে ভারতে বেতন বৃদ্ধির গ্রাফটা উপরের দিকে উঠেছে। ২০২০ সালে সমস্ত ক্ষেত্র মিলিয়ে গড়ে আট শতাংশ বেড়েছিল বেতন। যা এবার ৯.৪ শতাংশে পৌঁছে যেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। যা আর্থিক বৃদ্ধি এবং দক্ষ কর্মচারীর চাহিদা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে।