
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
নোভেল করোনাভাইরাস সংক্রমণের জেরে কিছুটা প্রভাবিত হয়েছে বাজার। এর ফলে সোমবারের তুলনায় সামান্য দাম কমল সোনা ও রুপোর।
এ দিন কলকাতায় পাকা সোনার (২৪ ক্যারাট) দাম প্রতি ১০ গ্রাম যাচ্ছে ৪১,৫৩৫ টাকা। গয়নার সোনা (২২ ক্যারাট) প্রতি ১০ গ্রামের দাম যাচ্ছে ৩৯,৪০৫ টাকা। হলমার্ক গয়নার সোনার (২২ ক্যারাট) দাম প্রতি ১০ গ্রাম এ দিন যাচ্ছে ৩৯,৯৯৫ টাকা।
আরও পড়ুন: করোনা রুখতে ভারতীয় পর্যটকদের জন্যও দরজা বন্ধ করল সিকিম
পাশাপাশি, এ দিন শহরে রুপোর বাট প্রতি কেজির দাম যাচ্ছে ৩৭,৮০০ টাকা। আর খুচরো রুপোর দাম প্রতি কেজিতে যাচ্ছে ৩৭,৯০০ টাকা।
আরও পড়ুন: হঠাৎ সাদা হয়ে যাচ্ছে গাছের পাতা, চাঞ্চল্য ছড়াল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে
এক নজরে মঙ্গলবার কলকাতায় সোনা ও রুপোর দাম:
• পাকা সোনা (২৪ ক্যারাট) প্রতি ১০ গ্রাম ৪১,৫৩৫ টাকা।
• গয়নার সোনা (২২ ক্যারাট) প্রতি ১০ গ্রাম ৩৯,৪০৫ টাকা।
• হলমার্ক গয়নার সোনা (২২ ক্যারাট) প্রতি ১০ গ্রাম ৩৯,৯৯৫ টাকা।
• রুপোর বাট প্রতি কেজি ৩৭,৮০০ টাকা।
• খুচরো রুপো প্রতি কেজি ৩৭,৯০০ টাকা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports