পতনের রেশ কাটিয়ে কলকাতার বাজারে ফের চড়তে শুরু করেছে সোনার দাম। শুক্রবার আভাস পাওয়া যাওয়ার পরে শনিবার আরও বাড়ল সোনার দর।
এ দিন শহরের বাজারে পাকা সোনার (২৪ ক্যারাট) দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪১,২২০ টাকা।
কলকাতায় এ দিন গয়নার সোনার (২২ ক্যারাট) দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৩৯,৬২০ টাকা। গতকাল তার দাম ছিল ৩৯,৭২০ টাকা প্রতি ১০ গ্রামে।
হলমার্ক সোনার গয়নার দাম (২২ ক্যারাট) এ দিন যাচ্ছে প্রতি ১০ গ্রাম ৩৯,৯৫০ টাকা।
আরও পড়ুন:Ind vs NZ 2nd ODI- টসে জিতে ফিল্ডিং ভারতের
এ দিন শহরের বাজারে সামান্য কমেছে রুপোর দামও। এক কেজি রুপোর বাটের দাম পড়ছে ৪৬,৬০০ টাকা। খুচরো রুপো প্রতি কেজির দাম পড়ছে ৪৬,৭০০ টাকা।
আরও পড়ুন: বিধানসভায় ভাষণ শেষ করেই অ্যাকাউন্ট্যান্ট জেনারেল ও মুখ্যসচিবকে তলব ধনখড়ের
একনজরে দেখে নেওয়া যাক শুক্রবার কলকাতায় সোনা ও রুপোর দাম-
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম) – ৪১,২২০ টাকা।