বাজেট ঘোষণা হওয়ার পর থেকেই পড়তে শুরু করেছে বাজারে সোনা-রুপোর দাম। বৃহস্পতিবার কলকাতার বাজারে বুধবারের চেয়ে সামান্য বাড়ল দাম।
এ দিন শহরের বাজারে পাকা সোনার (২৪ ক্যারাট) দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪১,১২০ টাকা। বুধবার তা ছিল ৪১,০৯০ টাকা প্রতি ১০ গ্রামে।
কলকাতায় এ দিন গয়নার সোনার (২২ ক্যারাট) দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৩৯,৭২০ টাকা। গতকাল তার দাম ছিল ৩৮,৯৮৫ টাকা প্রতি ১০ গ্রাম।
আরও পড়ুন: PSC Clerkship Exam: প্রকাশিত Answer Key, রইল ডাউনলোডের লিঙ্ক
হলমার্ক সোনার গয়নার দাম (২২ ক্যারাট) এ দিন যাচ্ছে প্রতি ১০ গ্রাম ৪০,০৫০ টাকা।
এ দিন শহরের বাজারে কিছু বেড়েছে রুপোর দামও। বুধবারের থেকে ২০০ টাকা বেড়েছে এক কেজি রুপোর বাট ও খুচরো রুপোর দাম।
আরও পড়ুন: পণের দাবিতে বিয়ের আসরে বরপক্ষের তাণ্ডব, প্রতিবাদে শ্বশুবাড়ি যেতে নারাজ নববধূ
একনজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবার কলকাতায় সোনা ও রুপোর দাম-
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম) – ৪১,১২০ টাকা।