উর্ধ্বমুখী আলুর দাম। আজও রাজ্যের বিভিন্ন জেলাতে আলুর দাম বেড়েছে। কেজিপ্রতি ২৪-২৬ টাকা দরে বিকোচ্ছে জ্যোতি আলু। কেজিপ্রতি চন্দ্রমুখী আলুর দাম ৩০ টাকা ছুঁয়েছে।বুলবুলের কারণে চলতি বছরে দেরিতে শুরু হয়েছে আলু চাষ। সেজন্য এখনও বাজারে আসেনি নতুন আলু। আসেনি পোখরাজ ও এস ওয়ান আলুও। অন্যদিকে, পঞ্জাব থেকে আলু বেশি আসছে না। ফলে নির্ভর করতে হচ্ছে সিঙ্গুর ও তারকেশ্বরের উপর। যা জোগানে কুলোচ্ছে না। ফলে ক্রমশ বাড়ছে আলুর দাম। নাভিঃশ্বাস উঠছে মধ্যবিত্তের। আগামী কয়েকদিনে দাম আরও বাড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।কৃষি বিপণন দফতর সূত্রে খবর, কয়েকদিন পর পোখরাজ ও এস ওয়ান আলু বাজারে চলে আসবে। তখন কিছুটা ঘাটতি মিটবে। ফলে কমলে আলুর দাম।