বর্ষবরণে মাতল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আজ স্থানীয় সময় অনুযায়ী ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই আতসবাজি প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় অস্ট্রেলিয়া। আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে সিডনির হারবার ব্রিজ। পড়শি দেশ নিউজিল্যান্ডও একইভাবে নববর্ষকে স্বাগত জানায়। অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারে আতসবাজির প্রদর্শনী হয়। নতুন দশককে স্বাগত জানাতে ভিড় জমান অসংখ্য মানুষ। চাক্ষুষ করেন আতসবাজির প্রদর্শনী।