এক ধাক্কায় ক্ষুদ্র সঞ্চয়ের ওপর অনেকটা সুদের হার কমাল কেন্দ্রীয় সরকার। করোনাভাইরাসের জেরে বেহাল অর্থনীতি, শেয়ার বাজার তলানিতে। ফলে সুদের হার কমতে পারে, এটা অনেকেই প্রত্যাশা করেছিলেন। কিন্তু এতটা যে চড়া হারে সুদ কমবে, এটা হয়তো অনেকেরই চিন্তার বাইরে ছিল। এপ্রিল-জুনের মধ্যে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে ৭০-১৪০ বেসিস পয়েন্ট সুদ কমানো হয়েছে।

Public Provident Fund (পিপিএফ)-এর ওপর এবার থেকে ৭.১ শতাংশ সুদ মিলবে। এর আগে ৭.৯ শতাংশ সুদ পেতেন লগ্নিকারীরা। National Savings Certificate (এনএসসি)-তে সুদ কমেছে ১.১ শতাংশ! এবার থেকে ৬.৮ শতাংশ হারে টাকা পাওয়া যাবে।
অন্যদিকে Kisan Vikas Patra-এ সুদের হার কমেছে ৭০ বেসিস পয়েন্ট। পরিবর্তিত সুদের হার হল ৬.৯ শতাংশ।
এক, দুই, তিন বছরের ডিপোজিটে ১.৪ শতাংশ করে সুদ কমানো হয়েছে। পাঁচ বছরের ডিপোজিটে সুদ কমেছে এক শতাংশ। এবার থেকে ৬.৭ শতাংশ হারে সুদ মিলবে পাঁচ বছরের জন্য টাকা রাখলে।
রেকারিং ডিপোজিটে সুদের হার কমেছে ১.৪ তাংশ। এবার থেকে সুদ কমে হল ৫.৮ শতাংশ। প্রবীন ও নবীনদের পুঁজির ওপরেও সুদ কাঁটছাঁট করেছে কেন্দ্র। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট প্রকল্পে সুদের হার ০.৮ শতাংশ কমে হয়েছে ৭.৬ শতাংশ।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেও সুদের হার ০.৮ শতাংশ কমে হয়েছে ৭.৬ শতাংশ।
করোনার জেরে এমনিতেই মধ্যবিত্ত ও নিম্নবিত্তের অবস্থা ভালো নয়। তারমধ্যেই গোদের ওপর বিষফোঁড়ার মতো এল এই খবর।