ফের 'বোমা' উদ্ধার! এবারের ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর। জানা গিয়েছে, আজ (রবিবার - ২৭ এপ্রিল, ২০২৫) স্থানীয় এক বিজেপি নেতার বাড়ির বাইরে থেকে ওই বোমা উদ্ধার করা হয়!সংবাদমাধ্যমে উঠে আসা তথ্য অনুসারে, ওই বিজেপি নেতার নাম কৌশিক হাজরা। তাঁর দাবি, এদিন সকালে বাড়ির সদর দরজা খোলার পরই দু'টি বোমা তাঁর চোখে পড়ে। স্বাভাবিকভাবেই এর ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। যদিও পুলিশের দাবি, সেগুলি নাকি বোমা নয়!অন্যদিকে, ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের দাবি, এসবই তৃণমূল কংগ্রেসের চক্রান্ত! যেহেতু কৌশিক হাজরা এলাকার একজন বিজেপি নেতা, তাই তাঁকে বদনাম করতেই তাঁর বাড়ির বাইরে বোমা ফেলে যাওয়া হয়েছে। এমনকী, এই ঘটনার জেরে কৌশিক হাজরাকে খুনের চেষ্টা করা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক শীতল কপাট। তাঁর মতে পুরোটাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীতে চক্রান্ত।