“ফ্লেক্সি ক্যাপ ফান্ডসহ ইউলিপ সব সময়ের জন্যই প্রাসঙ্গিক," বলেন অভিনাশ আগারওয়াল, হেড অব ইক্যুইটি, বন্ধন লাইফ।
4 মিনিটে পড়ুন Updated: 05 Aug 2025, 05:04 PM IST- -এর ইক্যুইটি প্রধান, অভিনাশ আগারওয়াল, এক বিশেষ সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছেন কেন ফ্লেক্সি-ক্যাপ ফান্ড—বিশেষত ইউলিপ-এর সঙ্গে যুক্ত হয়ে—সম্পদ বৃদ্ধির ও ভবিষ্যৎ সুরক্ষার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে।
1.বর্তমানে বাজারে ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে। এই অনিশ্চয়তার মোকাবেলায় (বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণির জন্য) কি কোনও নমনীয় বিনিয়োগ পদ্ধতি আছে?
অবশ্যই আছে। কোভিড-পরবর্তী সময়ে বাজার শক্তিশালী পারফরম্যান্স দেখালেও, গত এক বছরে আবার অস্থিরতা ফিরে এসেছে—যা ইক্যুইটি পরিসংখ্যানবৃত্তে একদম স্বাভাবিক। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল—সম্পদ বৃদ্ধির সম্ভাবনা বজায় রেখেই পোর্টফোলিও রক্ষা করা। এখানেই ফ্লেক্সি-ক্যাপ ফান্ডের গুরুত্ব চলে আসে। এগুলি বর্তমান বাজারে সর্বাধিক বৈচিত্র্যপূর্ণ ইকুইটি পণ্য। এই ফান্ডগুলোর নমনীয়তার ফলে ফান্ড ম্যানেজাররা বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে সবচেয়ে উপযুক্ত স্টক নির্বাচন করতে পারেন—তা বড়, মাঝারি বা ছোট ক্যাপ বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করেই হোক না কেন। এটি ঝুঁকি সামলাতে এবং অনিশ্চিত সময়েও রিটার্ন দিতে সহায়তা করে।
-এর মাধ্যমে আপনি পাবেন:- আপনি যে প্রিমিয়াম দেন, তার 20 গুণ পর্যন্ত জীবনবীমা কভারেজ
- পরিপক্বতার সময় মর্টালিটি চার্জের (অর্থাৎ বীমা সংস্থার সুরক্ষার জন্য নেওয়া ফি) ফেরত
- দীর্ঘমেয়াদি বিনিয়োগে উৎসাহ দেওয়ার জন্য কম্পানির তরফে লয়ালটি বোনাস
- শূন্য বরাদ্দ ও প্রশাসনিক চার্জ
যখন ফ্লেক্সি ফান্ডকে ইউলিপ-এর সঙ্গে যুক্ত করা হয়, তখন গ্রাহকদের জন্য অনেক অতিরিক্ত সুবিধা তৈরি হয়। আপনি শুধু অনিশ্চিত বাজারে বাজার-সংশ্লিষ্ট রিটার্ন উপভোগ করেন না, একইসঙ্গে প্রিয়জনদের ভবিষ্যৎ সুরক্ষিত করার সুযোগও পান।