দলের চেয়ারম্যানের বিরুদ্ধেই অনাস্থা আনলেন তৃণমূল কাউন্সিলররা। আর সেই অনাস্থা প্রস্তাবের জেরে বিপাকে পড়লেন কাউন্সিলররা। কৃষ্ণনগর পুরসভার ১৩ জন তৃণমূল কাউন্সিলরকে পাঠানো হল শোকজ নোটিশ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের কাছে আগামী সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়েছে তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন: ইচ্ছেমতো পুর চেয়ারম্যানদের বিরুদ্ধে অনাস্থা নয়, কাউন্সিলরদের কড়া নির্দেশ TMC’র
নদিয়ার কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান রিতা দাসের বিরুদ্ধে অনেক দিন ধরেই ক্ষোভের সুর শোনা যাচ্ছিল দলের অন্দরেই। অভিযোগ উঠছিল, তিনি স্বজনপোষণ করছেন। কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডে কাজ করতে দিচ্ছেন না এবং পুর পরিষেবা পরিচালনায় একক সিদ্ধান্ত নিচ্ছেন। এই পরিস্থিতিতে সম্প্রতি রিতার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তাঁর নিজের দলের ১৩ জন কাউন্সিলর। বিরোধী কাউন্সিলরদের সঙ্গে একজোট হয়ে তাঁরা দাবি তোলেন, চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে।
তবে এই অভ্যন্তরীণ বিদ্রোহে চরম অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। কোনওরকম দলীয় সিদ্ধান্ত ছাড়াই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার পদক্ষেপ নেওয়ায় দলের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে মনে করছেন নেতারা। তাই রাজ্য নেতৃত্ব কড়া পদক্ষেপ হিসেবে এই ১৩ জন কাউন্সিলরকে শোকজ করেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, নিজেদের পদ ও দায়িত্বের অপব্যবহার করে পুর পরিষেবা ব্যাহত করেছেন। পুর দফতরের তরফ থেকেও বিধি অনুযায়ী শোকজ নোটিশ পাঠানো হয়েছে কাউন্সিলরদের নামে।