SSC Job Cancellation Latest: বুধে দিল্লিতে ধরনা চাকরিহারাদের! যোগ্যদের নামের লিস্ট শিক্ষা দফতরে পাঠাল এসএসসি, এরপর?
1 মিনিটে পড়ুন Updated: 13 Apr 2025, 10:29 PM ISTএবার দিল্লিতে ধরনায় বসতে চলেছেন চাকরিহারারা। কী রয়েছে তাঁদের কর্মসূচি?
এবার দিল্লিতে ধরনায় বসতে চলেছেন চাকরিহারারা। কী রয়েছে তাঁদের কর্মসূচি?
সদ্য সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো এসএসসির প্রায় ২৬ হাজার জন শিক্ষক ও শিক্ষাকর্মীরা 'যোগ্য' দের নামের তালিকা প্রকাশ করার দাবি জানিয়ে আসছেন। এদিকে, মিডিয়া রিপোর্টের দাবি, স্কুল শিক্ষা দফতরের তরফে যোগ্য চাকরিহারাদের নতুন নামের তালিকা শিক্ষা দফতরের কাছে পাঠানো হয়েছে। সেখানে চাকরিপ্রার্থীর নাম, স্কুলের নাম-সহ বিস্তারিত তথ্য জানানো হয়েছে। অন্যদিকে, চাকরিহারাদের আন্দোলন এবার দিল্লির মাটি ছোঁবে। বুধবারেই রয়েছে চাকরিহারাদের যন্তর মন্তরে ধরনার কর্মসূচি।
মিডিয়া রিপোর্টের দাবি, যোগ্য চাকরিহারাদের সংখ্যা প্রায় ১৯ হাজার। এমনই তথ্য শিক্ষা দফতর সূত্রে মিলেছে। রিপোর্টে দাবি করা হচ্ছে, সুপ্রিম কোর্টের রায়ে যাঁরা ‘অযোগ্য’ বলে চিহ্নিত হননি, তাঁদের নাম নতুন লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্র উল্লেখ করে রিপোর্ট দাবি করছে, অযোগ্যদের নামের তালিকা আগে থেকেই এসএসসির কাছে ছিল। জানা যাচ্ছে, নতুন লিস্ট হাতে পেয়ে তা খতিয়ে দেখবে শিক্ষা দফতর। এদিকে, সদ্য শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেন চাকরিহারারা। সেখানে তাঁদের শিক্ষা দফতরের তরফে আশ্বাস দেওয়া হয়। জানানো হয় স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) যোগ্য-অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করেছে। চাকরিহারাদের দাবির সঙ্গে মৌলিক কোনও বিরোধ নেই বলে জানান শিক্ষামন্ত্রী। জানা গিয়েছে, সেই ঘটনার পর আজ ইমেল মারফৎ যোগ্যদের নামের তালিকা শিক্ষা দফতরের কাছে পাঠিয়েছে এসএসসি। তবে এসএসসির নয়া তালিকা প্রকাশ কবে করা হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এদিকে, আগামী বুধবার দিল্লিতে যন্তরমন্তরে ধরনায় বসতে চলেছেন চাকরিহারাদের একাংশ। জানা যাচ্ছে, সোমবারই তাঁরা বাসে করে দিল্লির উদ্দেশে রওনা দিতে চলেছেন। দিল্লি যেতে গিয়ে তাঁরা রাস্তায় যে সমস্ত রাজ্য দিয়ে যাবেন, সেখানে তাঁরা নিজেদের কথা জানাতে লিফলেট বিলি করতে থাকবেন বলেও জানা গিয়েছে। চাকরিহারা সংগঠন ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চ’ রবিবার সকালে একথা জানিয়েছে। সংগঠনের তরফে ২২ এপ্রিল রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আগামী ১ মে থেকে ৭ মে পর্যন্ত রিলে অনশনের পরিকল্পনা রয়েছে চাকরিহারাদের একাংশের। জানানো হয়েছে, ৭ মে-র পর আমরণ অনশনের ডাক দিয়ছেন সংগঠনের সদস্যরা।