আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরে সবথেকে আগে যারা আন্দোলনের ঢেউ তুলেছিলেন তাঁরা হলেন জুনিয়র ডাক্তার। তাঁদের আন্দোলনের জেরে বার বার অস্বস্তিতে পড়েছে সরকার। দিনের পর দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না অবস্থানে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু তখন থেকেই প্রশ্ন উঠছিল এই যে ধর্না, অবস্থান আন্দোলন তার জন্য এত টাকা, এত বিপুল ফান্ড আসছে কোথা থেকে?
এদিকে ফান্ড নিয়ে প্রশ্ন উঠতেই ওয়েবসাইট মুছে ফেলা হয়েছে বলে অনেকের অভিযোগ। এখানেই শেষ নয়, থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল আন্দোলনকারী চিকিৎসক ফ্রন্টের কয়েকজনকে। কিন্তু তাঁরা হাজিরা এড়িয়ে যাচ্ছেন বলে খবর।
তবে প্রেস বিজ্ঞপ্তিতে গোটা বিষয়টি খোলসা করেছে জুনিয়র ডাক্তার ফ্রন্ট। সত্যিই কি ওয়েবসাইটটি ইচ্ছাকৃতভাবে ডিলিট করা হয়েছে কি না তারও ব্যাখা দিয়েছেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট।
সোশ্য়াল মিডিয়ায় WBJDF-এর তরফে যা লেখা হয়েছে সেটা জেনে নিন..
'ডাঃ আশফাকুল্লা নাইয়ার পর আবারও জুনিয়র ডাক্তার দের বিরুদ্ধে পুলিশি অতি সক্রিয়তার বিরুদ্ধে সোচ্চার হোন!
বিগত ৯ই ফেব্রুয়ারি ছিল আমাদের অভয়ার জন্মদিন। দুর্ভাগ্যক্রমে তাঁর বিরুদ্ধে ঘটে যাওয়া চরমতম অন্যায়ের ও তার সুবিচার চেয়ে আন্দোলনের ছয়মাসও ওই একই দিনে ছিল। সেদিন আমরা সকলে অঙ্গীকার করেছি, তার ন্যায়বিচারের দাবিতে আমাদের এই লড়াই চালিয়ে যাবো। আন্দোলনের শুরুর দিন থেকে সমাজের সব স্তরের মানুষ আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পথ হেঁটেছেন। তাদের মধ্যে অনেকেই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন এবং আন্দোলন ক্রমশ বৃহত্তর হতে থাকায় আমরাও সম্মিলিত ভাবে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিই। তা কার্যকরী হওয়ার অন্তর্বর্তী সময়ে বিভিন্ন কলেজের জুনিয়ার ডাক্তাররা নিজেদের মতো করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে কলেজের ছাত্র, ছাত্রী, শিক্ষক, প্রাক্তনী ও পরিচিতদের থেকে আর্থিক সাহায্য গ্রহণ করা শুরু করেন।