Barasat metro project: খুব শিগগিরই শুরু হবে বারাসত পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ? সদ্য হয়ে গেল মিটিং
2 মিনিটে পড়ুন Updated: 21 Apr 2025, 03:22 PM IST
বারাসত পর্যন্ত মেট্রো নিয়ে বড় আপডেট! সদ্য সোমবারের মিটিং-এ উপস্থিত ছিলেন কারা?
বারাসত পর্যন্ত মেট্রো নিয়ে বড় আপডেট! সদ্য সোমবারের মিটিং-এ উপস্থিত ছিলেন কারা?
নোয়াপাড়া থেকে বিমানবন্দর পৌঁছতে বাস-ট্রাম, অটোর ঝক্কি সামলানোর দিন কবে কাটবে, তার দিকে তাকিয়ে শহরবাসী। অনেকেরই প্রশ্ন, কবে বারাসত পর্যন্ত ছুটবে মেট্রো? পরের মাসেই বিমানবন্দরের প্রথম পর্যায়ের মেট্রো প্রকল্প শুরু হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। তবে প্রশ্ন রয়েছে, দ্বিতীয় পর্যায়টি নিয়ে। দ্বিতীয় পর্যায়ে বিমানবন্দর হয়ে নিউ ব্যারাকপুর পর্যন্ত মেট্রো কবে ছুটবে তা নিয়েই প্রশ্ন।
মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে বিমানবন্দর হয়ে নিউ ব্যারাকপুর পর্যন্ত অংশের প্রজেক্ট, বারাসত মেট্রো প্রজেক্ট হিসাবে পরিচিত। এই কাজ ২০২৬ সালের মাঝামাঝি শেষ হওয়ার কথা বলে বহু মিডিয়া রিপোর্টে উঠে আসে। তবে প্রকল্প বারবার হোঁচট খেয়েছে জমিজটের কারণে। সদ্য মেট্রো সম্প্রসারণ নিয়ে একটি উচ্চস্তরীয় বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মেট্রো রেলওয়ে সুনীল কুমার যাদব, অ্যাসিস্ট্যান্ট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার শীর্ষেন্দু গিরি, রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যও। বৈঠক শেষে শমীক ভট্টাচার্য ঘুরে দেখেন নির্মীয়মান এয়ারপোর্ট মেট্রো স্টেশন। এই স্টেশন জয়হিন্দ স্টেশন নামেও পরিচিত। এই মেট্রো স্টেশন ঘুরে দেখতে দেখতে দেখতে তিনি আশা প্রকাশ করেন যে, সম্ভবত মে মাসের মধ্যে এই মেট্রোর ব্যবস্থা চালু হতে পারে। এমনই দাবি করছে মিডিয়া রিপোর্ট। জানা যাচ্ছে, সোমবার এই উচ্চপর্যায়ের বৈঠকে মেট্রো রেলের এই সম্প্রসারণ নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। শমীক ভট্টাচার্যের আশা খুব শিগগিরই বারাসত পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজ শুরু হবে।
আজ ২১ এপ্রিল কলকাতায় ইডেন গার্ডেন্সে রয়েছে আইপিএল-র গুরুত্বপূর্ণ ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সের এই ম্যাচ ঘিরে স্বভাবতই দর্শকাসনে ঠাসা ভিড় থাকার আশা করা হচ্ছে। আর সেই কারণে ক্রিকেটপ্রেমীদের কথা ভেবে মেট্রো দিচ্ছে বিশেষ পরিষেবা। আজ (মেট্রো রেলের টাইম টেবিল অনুসার - মঙ্গলবার ভোররাতে) রাত ১২টায় নিকটবর্তী এসপ্ল্যানেড স্টেশন থেকে আপ ও ডাউন লাইনে রাত ১২টায় বিশেষ দু'টি মেট্রো উত্তর ও দক্ষিণমুখে যাত্রা শুরু করবে। এছাড়া, হাওড়া ময়দান পর্যন্তও মেট্রো চালানো হবে। ব্লু লাইনের অন্তর্গত ট্রেন দু'টি এসপ্ল্যানেড স্টেশন থেকে ছাড়ার পর যথাক্রমে - একদিকে দক্ষিণেশ্বর ও অন্যদিকে কবি সুভাষ মেট্রো স্টেশনে পৌঁছবে রাত ১২টা ৩৩ মিনিটে।