নিউটাউনের নীলছবিকাণ্ডে নয়া মোড়। ছবিতে থাকা এক যুবকের কাছ থেকে নালিশ পেয়েই একের পর এক পদক্ষেপ নিচ্ছিল পুলিশ। তার দাবি, ওয়েব সিরিজের নাম করে তাকে দিয়ে পর্ন ভিডিও করানো হয়েছে। মঙ্গলবার ওই যুবক পুলিশের কাছে এসেছিলেন। তাকে নিয়েই ওই হোটেলে যায় পুলিশ। যেখানে ওই ভিডিও স্যুট করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। এদিকে এরপরই ওই যুবকের কাছে একের পর এক ফোন আসতে থাকে। তারপরই কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে যান ওই যুবক। পুলিশ তাকে অভিযোগ জানাতে বলেন। কিন্তু অভিযোগ জানাতে অস্বীকার করেন ওই যুবক। এখানেই প্রশ্ন, কে তাকে এতবার ফোন করেছিল? সেটাও এবার জানার চেষ্টা করছে পুলিশ। সূত্রের খবর একের পর এক ফোন এসেছিল ওই যুবকের কাছে। এরপরই তিনি বলতে শুরু করেন, এই ব্যাপারে আমি কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করতে ইচ্ছুক নই। এদিকে সংবাদ মাধ্যমের সামনে আগেই কথা বলেছিলেন ওই যুবক। তিনি দাবি করেছিলেন, প্রাথমিকভাবে তিনি বেলঘড়িয়া থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন। সেখান থেকে তাঁকে নিউটাউন থানায় যেতে বলা হয়। সেখানে পুলিশ তাকে নানাভাবে হেনস্থা করে বলে অভিযোগ। এদিকে অভিযোগকারীর আইনজীবীর দাবি, ওই যুবক আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। তবে এবার আচমকাই নিজেকে গুটিয়ে নিতে চাইছেন ওই যুবক। প্রশ্ন উঠছে লিখিত অভিযোগ যাতে না করা হয় সেজন্য় কী কেউ তাকে ভয় দেখাতে চাইছে? এসব প্রশ্নেরও উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। নাকি বেশি এগোলে নিজেই ফেঁসে যেতে পারেন এই আশঙ্কা করছেন ওই যুবক?