সফরের প্রথম দিনই জেলায় জেলায় মিড ডে মিল প্রকল্পের অগ্রগতি দেখতে বেরিয়ে পড়ল কেন্দ্রীয় প্রতিনিধিদল। সোমবার সকালে পরিদর্শনে বেরনোর আগে শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বিকাশ ভবনে বৈঠক করেন তাঁরা। প্রতিনিধিদলের প্রধান অনুরাধা গুপ্তা জানিয়েছেন, যত বেশি সম্ভব জেলায় পরিদর্শনে যাবেন তাঁরা।
সম্প্রতি রাজ্যে মিড ডে মিল প্রকল্পে একাধিক বেনিয়মের অভিযোগ তুলেছে বিরোধীরা। মিড ডে মিলের টাকার সুদে মুখ্যমন্ত্রীর প্রচার চলছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত সপ্তাহে টুইটে তিনি দাবি করেন, বগটুইয়ে মৃতদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে মিড ডে মিলের টাকা থেকে। এর পরই রাজ্যে মিড ডে মিল প্রকল্পের অগ্রগতিতে কেন্দ্রীয় দল আসছে বলে জানান তিনি। শুভেন্দুবাবুর দাবি সত্যি প্রমাণ করে রবিবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে এসে পৌঁছয় ১১ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল। সোমবার সকালে বিকাশ ভবনে বৈঠক করে তারা। তার পর দলের প্রধান পুষ্টিবিদ অনুরাধা গুপ্তা বলেন, এটা একটা রুটিন পরিদর্শন। প্রতি বছর কোনও না কোনও রাজ্যে হয়। এবার পশ্চিমবঙ্গে এসেছি আমরা। পরিদর্শনের পর আমরা পরিসংখ্যান ভিত্তিক রিপোর্ট তৈরি করব। যত বেশি সম্ভব জেলা পরিদর্শনের চেষ্টা করব আমরা।
এর পর কলকাতা লাগোয়া রাজারহাটের একটি স্কুলে যায় কেন্দ্রীয় প্রতিনিধিদল। সেখানে গিয়ে দেখা যায় বোর্ডে লেখা পিএম পোষণ যোজনা। সপ্তাহের কোন দিন মিড ডে মিলে কী খাবার দেওয়া হবে তার তালিকাও রয়েছে সেখানে। স্কুলের ক্লাসরুম, রান্নাঘর ও খাবার ঘর ঘুরে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা।
বলে রাখি, এই প্রতিনিধিদলে রয়েছে রাজ্য সরকার ও UNICEF-এর একজন করে প্রতিনিধি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক