পশ্চিমবঙ্গে এক ধাক্কায় অনেকটা কমল দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। সোমবার রাজ্যে ২,৬৭১ জন নতুন করোনা রোগীর খোঁজ মিলেছে। তবে এদিন উল্লেখযোগ্যভাবে কমেছে দৈনিক সুস্থতার সংখ্যাও। স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুসারে সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪.৮৩ লক্ষের কিছু বেশি। মোট সুস্থ প্রায় ৪.৫১ লক্ষ। সোমবার রাজ্যে সুস্থ হয়েছেন ২,৭৩০ জন। এদিন রাজ্যে করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ৪৮ জনের। যার ফলে মোট মৃত্যু বেড়ে হয়েছে ৮,৪২৪ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.২৩ শতাংশ।সংক্রমণ ও মৃত্যুতে এদিনও এগিয়ে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৭৩৬ জন আক্রান্তের খোঁজ মিলেছে। মৃত্যু হয়েছে ১২ জনের। উত্তর ২৪ পরগনায় সংক্রমণ কলকাতার থেকে কিছুটা কম হলেও মৃত্যু হয়েছ ১৫ জনের।