মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, বাংলার বাড়ি প্রকল্পে মে মাসেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। সেইমতো মঙ্গলবার এই প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হচ্ছে। এই প্রকল্পের প্রায় ১২ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। এই প্রকল্পে বাকি উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করে চলতি বছরের ডিসেম্বরে টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।
আরও পড়ুন: প্রথম কিস্তিতে আবাসের নির্মাণ চলছে ধীর গতিতে, জেলাগুলিকে তৎপর হওয়ার নির্দেশ
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্রের বিরুদ্ধে আটকে রাখার অভিযোগ তুলে আসছে রাজ্য সরকার। রাজ্যের তরফে দাবি করা হয়েছিল, কেন্দ্রের কাছ টাকা না পেয়ে বাংলার দরিদ্র মানুষদের স্বার্থে ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হচ্ছে। প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে ১২ লক্ষ উপভোক্তাকে।
তবে মোট ২৮ লক্ষ উপভোক্তা এই সুবিধা পাবেন। প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ১২ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়েছে রাজ্য সরকার। এবার এই ১২ লক্ষ উপভোক্তা বাকি টাকা পেতে চলেছেন। এর জন্য ৭ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দফতর। বাকি ১৬ লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত করা হবে এবং চলতি বছরের ডিসেম্বরে তাঁদের টাকা দেওয়া হবে।