উত্তরবঙ্গকে পৃথক রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলছেন বিজেপির বিধায়ক–সাংসদরা। অথচ উত্তরবঙ্গের সমস্যা নিয়ে যখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে তুললেন তখন তা শুনতে চাইলেন না প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা। গঙ্গা জলবণ্টন চুক্তি পুনর্নবীকরণ ইস্যুতে মোদী সরকারকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মাইক বন্ধ করে দেওয়া এবং বেল বাজিয়ে বক্তব্য থামিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যেও যতটা বলা যায় বলেছেন বলে দাবি তাঁর।
কদিন আগে নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করা হবে বলে ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব প্রশ্ন তোলে, বাংলার সরকারের সঙ্গে কোনও আলোচনা না করে কেমন করে নরেন্দ্র মোদী এই ঘোষণা করলেন? এই বিষয়ে শনিবার নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠক থেকে ফিরে মুখ্যমন্ত্রী বলেন,‘আপনি কোন দেশকে কী দেবেন বা দেবেন না তা নিয়ে কোনও কথা বলছি না। কিন্তু যে রাজ্য সরকার স্টেক হোল্ডার তাঁদের সঙ্গে কথা বলবেন না? তাঁদের সঙ্গে কনসাল্ট করবেন না? বাংলাদেশকে নিয়ে আমার কোনও আপত্তি নেই। আমাদের বন্ধু রাষ্ট্র। অনেকে এটাকে নিয়ে মিস লিড করছে। এখানে তিনটি অংশীদার আছে— ইন্ডিয়া, বাংলাদেশ এবং স্টেক হোল্ডার রাজ্য পশ্চিমবঙ্গ। সেখানে আমাদের কাউকে জিজ্ঞেস করলেন না?’
আরও পড়ুন: শান্তিনিকেতনে রবীন্দ্রমূর্তি বসিয়ে বিতর্কে বোলপুর পুরসভা, বন্ধ হয়ে গেল উন্মোচন অনুষ্ঠান