কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন। দেশের পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে বৈঠকে যোগ দিতে আজ, শুক্রবার রাতে কলকাতায় আসছেন অমিত শাহ। আর আজ রাতেই রাজ্য বিজেপি দফতরে যাবেন তিনি। সেখানে গিয়ে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তারপর শনিবার সকালে নবান্ন সভাঘরে বৈঠকে তাঁর মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অন্যান্য পূর্বাঞ্চল রাজ্যের মুখ্যমন্ত্রীরাও থাকবেন বলে সূত্রের খবর।
আর কোথায় যাবেন অমিত শাহ? শুক্রবার রাতে তিনি দমদম বিমানবন্দরে নেমে থাকবেন বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে। আর রাতেই তিনি রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন দলের সদর দফতরে অর্থাৎ ৬ নম্বর মুরলিধর সেন লেনে। শনিবার গোটা দিন একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। দেশের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক দিয়ে শুরু হবে কাজ। নবান্ন সভাঘরে এই বৈঠকে থাকার কথা জোনাল ভাইস চেয়ারম্যান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে সূত্রের খবর।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ দমদম বিমানবন্দরে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর বিজেপির রাজ্য দফতরে যাবেন। সেখানে রুদ্ধদ্বার বৈঠক করবেন। সেখান থেকে ইএম বাইপাসে এক পাঁচতারা হোটেলে রাতে থাকবেন অমিত শাহ। শনিবার সকালে হোটেল থেকে বেরিয়ে যাবেন নবান্নে। সেখানে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক সারবেন। তারপর মেট্রো রেলের নয়া রুটের উদ্বোধনে যাওয়ার কথা। যদিও এই বিষয়ে কিছু বলছেন না মেট্রো রেলের কর্তারা।