আরজি করের সেমিনার রুমে মহিলা চিকিৎসক খুন হওয়ার পরে সেই রুমে ছিলেন অভীক দে। এমনটাই বিভিন্ন মহলের তরফে দাবি করা হয়েছে। তবে এবার সেই অভীক দে-কে সাসপেন্ড করল টিএমসিপি। সন্দীপ ঘোষ গ্রেফতারি হওয়ার খবর সামনে আসার পরেই অভীককে সাসপেন্ড করা হল। কিন্তু প্রশ্ন হল এত দেরী হল কেন?
দীর্ঘদিন ধরেই নানা সুযোগ সুবিধা ভোগ করে এসেছেন অভীক। সেই অভীককে এবার সাসপেন্ড করল তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের তরফে একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, অভীক দের( পিজিটি এসএসকেএম) বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। আরজি করের ক্রাইম সিনের পরিপ্রেক্ষিতে। টিএমসিপি তাকে সাসপেন্ড করেছে। যে তদন্ত প্রক্রিয়া চলছে তা শেষ না হওয়া পর্যন্ত এই সাসপেনশন জারি থাকবে। টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য একথা জানিয়েছেন।
সূত্রের খবর, আসলে গোটা দেশ জুড়ে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে এটা আঁচ করেই এবার অভীক দের দায় এড়িয়ে যেতে চাইছে তৃণমূল ছাত্র পরিষদ। কিন্তু প্রশ্ন উঠছে শাসকদলের প্রশয় না থাকলে কি এতটা দাপুটে হতে পারতেন তিনি?
তবে কি ক্রাইম সিনে লাল জামা পরে যিনি ছিলেন তিনিই অভীক দে? তবে যে পুলিশ জানিয়েছিল অন্য কথা। তবে শাসকদলের ছাত্র সংগঠন কার্যত মেনে নিয়েছে অভীক দে ছিলেন ওখানে।