বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TMC leader calls Junior Doctors Alcoholic: 'সবকটি পাঁড় মাতাল একসাথে আমরণ অনশন করছে', ডাক্তারদের নিয়ে বিস্ফোরক TMC নেতা
আমরণ অনশনে থাকা আরও এক জুনিয়র ডাক্তার গতকাল অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছেন। আর এই আবহে এবার অনশনকারী জুনিয়র ডাক্তারদের নিয়ে বিস্ফোরক দাবি তৃণমূল নেতার। তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার আইটি সেলের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস গতরাতে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে অনশনকারী জুনিয়র চিকিৎসকদের 'পাঁড় মাতাল' আখ্যা দিলেন। তাঁর অভিযোগ, আগে থেকেই অত্যধিক মদ্যপান করার জেরে জুনিয়র ডাক্তারদের অনেকেরই লিভারের সমস্যা রয়েছে। আগে থেকেই এই সমস্যা থাকার জেরেই অনশন চলাকালীন তাঁদের কারও কারও রক্ত বমি হচ্ছে, কালো মলত্যাগ করছেন। (আরও পড়ুন: কথা কাটাকাটি থেকে গালাগালি, এরপর রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীকে মারধর BJP সাংসদের!)