বিজেপি নেতা দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে আসবেন। সবার প্রথম এই খবর দিয়ে সবাইকে চমকে দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দিলীপ ঘোষ কোন তারিখে বিয়ে করছেন এবং কাকে করছেন সবার আগে সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছিলেন। এরকম নানা বিজেপির অন্দরের খবর কুণাল প্রকাশ্যে এনেছেন বারবার। আর তাতে রাজ্য–রাজনীতিতে বেশ শোরগোল পড়ে যায়। বিজেপির অন্দরে সুকান্ত–শুভেন্দুর ঝগড়া থেকে শুরু করে নয়াদিল্লির ধাতানি কারা খেয়েছেন সেটাও কুণাল ঘোষ বহুবার প্রকাশ্যে এনেছেন। এবার আবার একটি বড় খবর প্রকাশ্যে নিয়ে এলেন কুণাল ঘোষ।
এদিকে দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে যাওয়া এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সস্ত্রীক বসে গল্প করার ছবি সংবাদমাধ্যম এবং ডিজিটাল মিডিয়া সম্প্রচার করতেই বিজেপির রোষানলে পড়তে হয়েছে দিলীপ ঘোষকে। তার জেরে দিলীপ ঘোষও পাল্টা সাংবাদিক বৈঠক করে বঙ্গ–বিজেপির নেতাদের তুলোধনা করেন। তখন পাশে দাঁড়িয়ে সমর্থন করেছিলেন এই কুণাল ঘোষ। এবার নিজের ফেসবুক পেজে বোমা ফাটিয়েছেন কুণাল ঘোষ। এবার রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দিঘার জগন্নাথ মন্দির দেখতে যাচ্ছেন বলে দাবি করেছেন কুণাল ঘোষ। আর তাতেই রাজ্য–রাজনীতি এখন তোলপাড়।
আরও পড়ুন: আলিপুর চিড়িয়াখানায় লস্যিতে মজেছে শিম্পাঞ্জি, কুলার–ফ্যানে বাঘ–সিংহ–ভাল্লুক
অন্যদিকে এই সুকান্ত মজুমদারও সমর্থন করেননি দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির দর্শনে যাওয়া। সৌমিত্র খাঁ, অর্জুন সিং, শুভেন্দু অধিকারী নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেছিলেন। এবার যদি কুণালের খবর সত্যি হয় তাহলে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তাঁরা কি ক্ষেপে উঠবেন? উঠছে প্রশ্ন। তবে সুকান্ত মজুমদার পূর্ব মেদিনীপুরে দলের কর্মসূচিতে যাচ্ছেন। সেই ফাঁকে জগন্নাথ মন্দির দর্শন করবেন। অর্থাৎ রথ দেখা কলা বেচা দুই–ই হবে। সেক্ষেত্রে শুধু জগন্নাথ মন্দির দেখতে গিয়েছেন সে কথা কেউ বলতে পারবেন না। এমনটাই দাবি কুণালের।
তাছাড়া জগন্নাথ মন্দির দেখতে যাওয়া কোনও অন্যায় কাজ নয়। অযোধ্যায় রামমন্দির তো অনেকেই দেখতে যান। অনেক নেতা–নেত্রীই যান। তাহলে জগন্নাথ মন্দির দেখতে গেলে অসুবিধা কোথায়? এই মন্দির নির্মাণে যিনি উদ্যোগ নিয়েছিলেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁকে বিরোধীরা রোজ গালাগাল করেন। সেটা দেখতে যাওয়া নিয়েই যত আপত্তি–ঝগড়া। এই বিষয়ে কুণাল ঘোষ ফেসবুক পোস্টে লেখেন, ‘সূত্রের খবর: দিঘায় প্রভু জগন্নাথদেবের মন্দিরে প্রণাম করতে খুব শিগগিরই যাবেন সুকান্ত মজুমদার নামে এক সাংসদ। তাঁর দল পূর্ব মেদিনীপুরে একটি কর্মসূচি নিচ্ছে। সেই উপলক্ষ্য করে গিয়ে ফেরার পথে প্রভুকে দর্শন করে আসবেন। ** যদি যান, বুঝবেন খবর ঠিক। ** যদি না যান, বুঝবেন তাহলেও খবর ঠিক। আগাম জানাজানি হওয়ায় আপাতত স্থগিত।’