হিমোফিলিয়ায় আক্রান্ত এক ডাক্তারি পড়ুয়ার চিকিৎসার জন্য অর্থ মঞ্জুর করল রাজ্য সরকার। জানা গিয়েছে, প্রাথমিকভাবে ওই পড়ুয়ার চিকিৎসার জন্য আপাতত ২৬ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। এই টাকায় আগামী কয়েক বছর নিশ্চিন্তে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে। তাতে খুশি ডাক্তারি পড়ুয়া এবং তার পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, ওই ডাক্তারি পড়ুয়ার নাম সুরজিৎ দাস। তিনি চুঁচুড়ার বাসিন্দা। ২০২২ সাল থেকে কলকাতা মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ছেন তিনি। তবে এই জটিল রোগে তিনি ছোট থেকেই আক্রান্ত। ফলে রেজিস্ট্যান্ট হিমোফিলিয়ার শিকার এই পড়ুয়ার চিকিৎসা খরচ যোগাতে গিয়ে কার্যত নিঃস্ব হয়ে গিয়েছে তার পরিবার। তার ওপর বাবার মৃত্যুর পর তরুণের পরিবারের আর্থিক অবস্থা আরও খারাপ হয়েছে।
এরপর চিকিৎসার জন্য মেডিক্যাল কর্তৃপক্ষকে আবেদন জানায় ছাত্রটি। পরে মেডিক্যাল কলেজ এবং হেমাটোলজি বিভাগের তরফ থেকে ছাত্রের চিকিৎসার জন্য স্বাস্থ্য দফতরে আবেদন জানানো হয়। সেই আবেদনে সাড়া দিয়ে রাজ্যের একমাত্র হিমোফিলিয়া আক্রান্ত ডাক্তারি পড়ুয়ার চিকিৎসার জন্য আপাতত ২৬ লক্ষ টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে সরকারি অনুদানের টাকায় ব্যয়বহুল অ্যান্টিক্লোনাল অ্যান্টিবডি থেরাপি শুরু হয়েছে ওই ছাত্রের।