বিজেপির বাংলা বনধের বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে সঞ্জয় দাস নামে মামলাকারী আইনজীবী ভবিষ্যতে কোনও জনস্বার্থ মামলা দায়ের করতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছে আদালত। তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত।
আরও পড়ুন - ১০০ পার্সেন্ট মিথ্যে বলেছেন’ পুলিশের মহিলা DC, বিস্ফোরক RG করের চিকিৎসকের বাবা
পড়তে থাকুন - চাইলে আজ মমতার বাড়ি অবধি ঢুকে যেতে পারত…ভাইপো আপনি…ছোট্ট পরামর্শ দিলেন শুভেন্দু
বিজেপির ১২ ঘণ্টার বাংলা বনধকে অবৈধ ঘোষণার দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন সঞ্জয় দাস নামে এক আইনজীবী। দেশের একাধিক হাইকোর্টের রায় উল্লেখ করে দাবি করা হয়, হঠাৎ করে ডাকা এই বনধ জনস্বার্থের পরিপন্থী। আদালতের তরফে জানানো হয় বুধবার সকালে আদালত বসলেই মামলাটির শুনানি হবে। নিয়ম মেনে বুধবার সকালে জনস্বার্থ মামলাটি ওঠে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে। সেখানে মামলাটি খারিজ করে মামলাকারীকে তীব্র ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন - উড়ে গেল বাড়ির চাল, উপড়ে গেল গাছ, মাত্র ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হাওড়ার গ্রাম