বুধবারই বিজেপিতে যোগদান করতে চলেছেন দলত্যাগী তৃণমূল নেতা তাপস রায়। বুধবার সন্ধ্যায় বিধাননগরে বিজেপির দলীয় কার্যালয়ে নতুন দলে যোগদান করতে পারেন তিনি। তখন সেখানে থাকতে পারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তাপসবাবু প্রার্থী হবেন কি না, সেব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি বিজেপির তরফে।
সোমবার তৃণমূলের সঙ্গ ত্যাগের পর মঙ্গলবার তাপস রায়ের বাড়িতে যান বিজেপি নেতা সজল ঘোষ। সূত্রের খবর, তখনই বিজেপির এরাজ্যের পর্যবেক্ষক অমিত মালব্যর সঙ্গে কথা হয় তাঁর। তখনই চূড়ান্ত হয় তাপসবাবুর বিজেপিতে যোগদানের সূচি। বুধবার দুপুর ৩টেয় তাপসবাবুকে বিধানসভায় তলব করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ৩টে ৩০ মিনিট নাগাদ ফেরার কথা তাঁর। সূত্রের খবর, এর পর তাপসবাবুর বউবাজারের বাড়িতে যাবেন কলকাতা জেলা বিজেপির নেতারা। তাপসবাবুকে নিয়ে বিধাননগরের অফিসে যাবেন তাঁরা। সেখানে বিজেপিতে যোগদান করবেন তাপসবাবু।
ওদিকে তাপস রায়কে বিজেপিকে কলকাতা উত্তর আসনে লোকসভা নির্বাচনের প্রার্থী করতে পারে বলে গুঞ্জন চলছে। তবে এব্যাপারে তাপসবাবু বা বিজেপি কোনও পক্ষেই মুখ খোলা হয়নি।
আরও পড়ুন: গঙ্গার নীচে তৈরি হল ইতিহাস, পড়ুয়াদের নিয়ে মেট্রোয় চাপলেন মোদী, দেখুন ভিডিয়ো
তৃণমূলের দাবি, আগেই বিজেপিতে যোগদানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছিলেন তাপস রায়। বাড়িতে ইডি হানার ব্যাপারটিকে তিনি ঢাল করছেন মাত্র। বিজেপির সঙ্গে তাঁর কোনও বোঝাপড়া হয়েছে বলে দাবি তৃণমূলের।