তাঁকে জঙ্গি বলে উল্লেখ করায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আইনি চিঠি পাঠালেন ক্যানিং পূর্বের তৃণমূলি বিধায়ক শওকত মোল্লা। চিঠিতে ১৫ দিনের মধ্যে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শওকত চিঠি পাঠিয়েছেন শুনে শুভেন্দুবাবু বলেন, ‘লভ লেটারের অপেক্ষায় আছি। পেলেই জবাব দেব।’সম্প্রতি এক সভায় শওকত বলেন, ‘বাংলায় বহু মিরজাফর এসেছে। তাদের কী পরিণতি হয়েছে আপনারা জানেন। সবার অপঘাতে মৃত্যু হয়েছে। বাংলার এই মিরজাফরকেও ওপরওয়ালা ক্ষমা করবে না। আর বাংলার মানুষও একে ক্ষমা করবে না। ওকে ঠিক আগামীদিনে মিরজাফরের মতোই চলে যে হবে।’একথা শুনে শুভেন্দু বলেন, ‘সিপিএমের হার্মাদ ছিল, তৃণমূলের জল্লাদ হয়েছে। ও জঙ্গিদের লুকিয়ে রাখছিল। জাভেদ মুন্সি ধরা পড়ার পর ও নিজে আতঙ্কিত। কারণ শওকত মোল্লাও আরেকটা জঙ্গি। তাই আমার মৃত্যু কামনা করছে।’তাঁকে জঙ্গি বলে সম্মোধন করায় শুভেন্দুবাবুকে তিনি আইনি চিঠি পাঠিয়েছেন বলে শুক্রবার জানান শওকত। তিনি বলেন, ‘দু’দিন আগে ও সাংবাদিক বৈঠক করে যে ধরণের কথাবার্তা বলেছে, ক্যানিংয়ে যে জঙ্গি ধরা পড়েছে সেটা না কি আমার সেফ কাস্টডিতে ছিল? ও আমাকে কুরুচিকর মন্তব্য করার জন্য ওকে আমি আইনি নোটিশ পাঠিয়েছি। হয় ও ১৫ দিনের মধ্যে ক্ষমা চাইবে, নয় ওর বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা নেওয়ার আমি নেব। ওকে কোর্টে টেনে নিয়ে যাব।’শওকত আইনি চিঠি পাঠিয়েছেন শুনে শুভেন্দু বলেন, ‘আমি তো অপেক্ষা করছি। চিঠি পেলেই ২০২১ সালে বিচারপতি বিন্দালের নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ তারা জাতীয় মানবাধিকার কমিশনকে ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে বলেছিল। তাতে ১৯ জন যে দাগী কুখ্যাত লোকের নাম জাতীয় মানবাধিকার কমিশন জমা দিয়েছে তাদের মধ্যে শওকত মোল্লা অন্যতম। আমি তো কাগজ নিয়ে বসে আছি। ওনার লাভ লেটার পেলেই তো আমি উত্তর দিয়ে দেব।’