হাওড়ার পাঁচলায় বিজেপির মহিলা প্রার্থীকে নগ্ন করে অত্যাচারের ঘটনায় সাংবাদিক বৈঠক করে ভুল তথ্য পেশ করেছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। এক টুইটে এই দাবি করে ডিজিকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে মনোজ মালব্যর বক্তব্যের পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বক্তব্যের ভিডিয়োও পেশ করেছেন তিনি।টুইটে শুভেন্দুবাবু লিখেছেন, ‘ডিজিপি পঞ্চায়েত নির্বাচন নিয়ে বকবক করছিলেন। তিনি যা বলেছেন তাতে স্পষ্ট, পঞ্চায়েত নির্বাচন কী ভাবে হয় তা নিয়ে কোনও ধারণ তাঁর নেই। তিনি বলেছেন, ৩৪৩টি গ্রাম পঞ্চায়েত আসন, ৭০০০ পঞ্চায়েত সমিতির আসন। আমি জানি না এই সব সম্পূর্ণ ভিত্তিহীন পরিসংখ্যান কোথা থেকে পেয়েছেন’।এর পর মনোজ মালব্যর দেওয়া তথ্যকে কটাক্ষ করে সব থেকে হাস্যকর হল তিনি বলেছেন, ‘পঞ্চায়েত নির্বাচনে ৭০০০০ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। যেখানে রাজ্য নির্বাচন কমিশনার নিজে বলেছেন ১০০০০ এর বেশি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হয়নি। এই রকম ২ জন যখন নির্বাচনের দায়িত্বে ছিলেন তখন পরিষ্কার বোঝা যায় পঞ্চায়েত নির্বাচনের নামে কী ধরণের প্রহসন হয়েছে’।পাঁচলার ঘটনা নিয়ে শোরগোল শুরু হলে শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন ডিজি মনোজ মালব্য। সেখানে তিনি জানান, গত ১৩ অগাস্ট ই-মেইলে অভিযোগ পেয়েছেন তাঁরা। ৮ অগাস্ট ভোটগ্রহণের দিনের ওই ঘটনায় সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করেন তাঁরা। কিন্তু স্থানীয় কাউকে জিজ্ঞাসাবাদে এই ঘটনার কোনও প্রমাণ পাওয়া যায়নি। বুথের দায়িত্বে থাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও এমন কোনও কথা জানাননি। এমনকী অভিযোগকারীকে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিতে বললেও সাড়া দেননি তিনি।