কয়লাপাচার মামলায় লোকসভা ভোট চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের তরফে বুধবার এক নির্দেশে জানানো হয়েছে ১০ জুন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করতে পারবে না ED. যার ফলে কয়লাপাচার মামলায় আপাতত স্বস্তি পেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: বাংলার হেভিওয়েট মন্ত্রী অরূপের ভাই স্বরূপের বাড়িতে আয়কর হানা, ভোর থেকে তল্লাশি
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ। লোকসভা ভোটের আগে তাঁর ঠাসা প্রচার কর্মসূচি রয়েছে। লোকসভা ভোট চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে অত্যন্ত ব্যস্ত থাকবেন। এই সময় ইডিকে ব্যবহার করে তাঁকে কয়লাপাচার মামলায় দিল্লিতে তলব করে প্রচারসূচি বিগড়ে দিয়ে পারে বিজেপি। তাই অভিষেককে দিল্লিতে তলবের ওপর রক্ষাকবচ দেওয়া হোক। তাছাড়া ইডি যতবার তাঁকে তলব করেছে ততবার দিল্লিতে ED দফতরে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা।
আরও পড়ুন: ‘শান্তনু একটা মদখোর গাঁজাখোর’, বিজেপি বিধায়কের অডিয়ো ক্লিপ ফাঁস, অস্বস্তিতে দল
অভিষেকের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি বেলা এম ত্রিবেদী অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ১০ জুলাই পর্যন্ত ED দিল্লিতে তলব করতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সচিব সুমিত রায়কেও ১০ জুলাই পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করতে পারবে না ইডি। ওই দিন মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে আদালত। ৪ জুন লোকসভা নির্বাচনের ভোটগণনা।