দিন কয়েক আগেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বাইপাস সার্জারি হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। মঙ্গলবারই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে বুকে ব্যথা অনুভব করায় এদিনই ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হল। সুজয় কৃষ্ণকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। তিনি কার্ডিওলজি বিভাগের আইসিইউ‘তে ভর্তি হয়েছেন। সেখানে তিনি ১১ নম্বর কেবিনে রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: নজরে সেই লিপস অ্যান্ড বাউন্ডস! কালীঘাটের কাকুর মেয়ে-জামাইয়ের ফ্ল্যাটে হানা ইডির
এদিন বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়েছিল সুজয় কৃষ্ণকে। তার কয়েক ঘণ্টা পরেই তিনি বুকে ব্যথা অনুভব করেন। সেই সময় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা তৎপরতা তারপর তাঁর ইসিজি করেন। এদিকে, মঙ্গলবার সুজয় কৃষ্ণ যে সংস্থায় কাজ করতেন সেই সংস্থায় তল্লাশি চালায় ইডি। তদন্তকারীরা জানতে পারেন এক তৃণমূল বিধায়কের সঙ্গে যোগাযোগ রয়েছে সুজয়ের। এ নিয়ে তাঁকে সাংবাদিকরা জিজ্ঞেস করলে তিনি অক্সিজেনের মাস্ক খুলে কুরুচিকর মন্তব্য করেন।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩০ মে ইডির হাতে গ্রেফতার হয়েছিল সুজয়কৃষ্ণ। তাঁকে গ্রেফতারের পরই তাঁর স্ত্রীর মৃত্যু হয়। শেষকৃত্যের জন্য তিনি প্যারোলে ছাড়া পান। কিন্তু, প্যারোলের ছুটি শেষ হয়ে যাওয়ার পর জেলে ফিরতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় চিকিৎসকরা জানান, সুজয়কৃষ্ণের হার্টে ব্লক রয়েছে। এরপরে বেসরকারি হাসপাতালে চিকিৎসার পাশাপাশি জামিনের আবেদন জানান সুজয় কৃষ্ণ ভদ্র।