সিঁড়ি দিয়ে উঠে আসছে এক যুবক। গলায় ঝোলানো মোবাইলের হেড ব্যান্ড। সিসি ক্যামেরার একটা ফুটেজ ঘুরছে সামাজিক মাধ্যমে। কে এই যুবক? দাবি করা হচ্ছে এই যুবকই হল অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়। তার হাতে একটা হেলমেট ছিল বলে দাবি করা হচ্ছে। তার মানে বাইকে চেপে এসেছিল মূর্তিমান। তবে কি কলকাতা পুলিশ লেখা সেই বাইক?
তবে এই সিসি ক্যামেরার ফুটেজের সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
সেই ছবিতে দেখা গিয়েছে ৯ অগস্ট আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে প্রবেশ করছে সঞ্জয়। চিকিৎসককে ধর্ষণ ও খুনে অভিযুক্ত। পরনে জিন্স, টি শার্ট, হাতে হেলমেট। সবথেকে বড় কথা হল এটা কি সেই হেলমেট যেটা কলকাতা পুলিশের ইউনিফর্মের একটা অংশ?
দাবি করা হচ্ছে এই সিসি ফুটেজটি ভোর ৪টে নাগাদ ক্যাপচার করা হয়েছিল।
এদিকে সূত্রের খবর, অপর সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে ৮ অগস্ট বেলা ১১টা নাগাদ চেস্ট ডিপার্টেমেন্টের কাছে দেখা গিয়েছিল সঞ্জয়কে। সেই সময় ওই মহিলা চিকিৎসক সহ কয়েকজন সেখানে ছিলেন। সেই সময় ওই সঞ্জয় বার বার জরিপ করছিল ওই চিকিৎসকদের।
কী মর্মান্তিক!
ঘণ্টার পর ঘণ্টা ডিউটি করে আরজিকরের সেমিনার হলে বিশ্রাম নিতে গিয়েছিলেন তরুণী চিকিৎসক। তাঁকেই খুন করা হয়েছে। ধর্ষণ করা হয়েছে। তদন্তে নেমে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তকে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে গ্রেফতার করা হয়েছিল। এদিকে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখনও দেখা গিয়েছিল তার শরীরী ভাষায় একেবারে ডোন্ট কেয়ার ভাব।