তৃণমূল যুবনেত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে। এ নিয়ে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের যুবনেত্রী রাজন্যা হালদার। এই অভিযোগ দায়ের পরে মুখ খুললেন রুদ্রনীল। এ নিয়ে তিনি তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা। তিনি বলেছেন, পুলিশকে দিয়ে মিথ্যা কেস দেওয়ার প্রকল্প তৃণমূলের পরম্পরায় পরিণত হয়েছে।
আরও পড়ুন: রাজন্যার সঙ্গে অর্পিতার নাম জুড়লেন রুদ্রনীল, পুলিশে অভিযোগ TMC যুবনেত্রীর
রুদ্রনীল বলেন, ‘তৃণমূলের পুলিশকে দিয়ে মিথ্যা কেস দেওয়ার প্রকল্প এবং তার পরম্পরা যে রয়েছে তা ফের প্রমাণিত হল। আমি যদি আপত্তিকর কিছু মন্তব্য করে থাকলে তাহলে খতিয়ে দেখা হোক।’ তাঁর মতে, তৃণমূল দলটি লুটের সঙ্গে জড়িত। তারা মা-বোনেদেরও জড়িয়ে নিচ্ছেন। সম্প্রতি, নিয়োগ দুর্নীতি নিয়েও তিনি তৃণমূলকে কটাক্ষ করেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা সহ, সায়নী ঘোষ, নুসরাত জাহানের প্রসঙ্গ টেনে তিনি নিয়োগ দুর্নীতি নিয়ে কটাক্ষ করেন। তাঁর বক্তব্য, তৃণমূল লোকের বাড়িতে টাকা রেখে দিচ্ছে এবং এর সঙ্গে জড়িয়ে দিচ্ছে। এই নিয়ে প্রত্যেকের সতর্ক থাকা উচিত। ফলে তাঁর মতে, এই মন্তব্য কোনওভাবে অবমাননাকর নয়।
উল্লেখ্য, রুদ্রনীল বলেছিলেন, ‘রাজন্যা বোনকে বলি, খুব সাবধানে থাকো। নিজের ঘরের দরজাটা ভাল করে এঁটে বন্ধ করে রেখো। তোমার ঘর কত বড়, সেখানে ১, ২ কোটি, ৫০ কোটি ঢোকানো যাবে কি না, তা দেখে নিচ্ছে। সে সব টাকা তোমার ঘরে ঢোকানো হবে। তবেই দলে তোমার জায়গায় পাকা হবে। এই মুহূর্তে তোমার কী কী আছে আর কী কী নেই, সেসব দেখা হচ্ছে। তোমার আশপাশে দেবাংশুকে দেখে বুঝে নাও।’