বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > তথ্যের বদলে হুমকির অভিযোগ! উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতির বিরুদ্ধে সরব গবেষক
পরবর্তী খবর
তথ্যের অধিকার আইনে পরীক্ষার্থী সংক্রান্ত তথ্য জানতে চেয়ে ‘হুমকি’ সহ্য করতে হল গবেষককে। সম্প্রতি বিভিন্ন সামাজিক গোষ্ঠী অনুযায়ী, মোট কতজন পড়ুয়া ২০১১ থেকে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, সেই তথ্যই জানতে চাওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিক সংসদের কাছে। জানতে চেয়েছিলেন সাবির আহমেদ নামে এক জনৈক গবেষক। তথ্যের অধিকার আইনে সেই সংক্রান্ত চিঠিও লেখেন কাউন্সিলকে। কিন্তু কাউন্সিলের তরফে কোনওরকম তথ্য না দিয়েই তাঁকে বিভ্রান্ত করা হচ্ছে বলে দাবি গবেষকের। পাশাপাশি সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টচার্যের সাম্প্রতিক চিঠি যথেষ্ট অপমানজনক বলেও জানান তিনি। সাবিরের কথায়, ‘তিনি এমন এক সুরে উত্তর দিয়েছেন যা হুমকিস্বরূপ ও অশোভন।’
আরও পড়ুন - লোকসভায় পাশ হল আয়কর বিল ২০২৫! ৫৬৬ টি সুপারিশ মেনে কী কী বদল আনলেন নির্মলা?