দুয়ারে রেশন প্রকল্পে যেতে রাজি নয় রেশন ডিলাররা। এই নিয়ে দীর্ঘদিন সমস্যা জিইয়ে রয়েছে। এবার রাজ্য সরকারকে আড়াল করে মৌলালি যুবকেন্দ্রে রেশন ডিলারদের ‘গোপন বৈঠক’ হয়ে গেল। দুয়ারে রেশন যাতে চালু করা না যায় তার জন্যই বৈঠক করলেন ডিলাররা। এখানেই ঠিক হয়ে গেল কী করে এই প্রকল্প বাস্তবায়িত করা না যায় তার নীল নকশা।
বিষয়টি ঠিক কী ঘটেছে? সূত্রের খবর, দুয়ারে রেশন প্রকল্পে কমিশন বৃদ্ধি–সহ একাধিক ইস্যুতে সরকারের কাছে দরবার করেও তা আদায় করা যায়নি। তাই দুয়ারে রেশন বন্ধ করতে সিদ্ধান্ত নিয়েছেন রেশন ডিলাররা। দাবি না মানা হলে এভাবেই ঢিমেতালে গড়িয়ে প্রকল্পকে দিনের আলো দেখতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকেই বেঙ্গল ফেয়ার প্রাইস শপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলারস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বৈঠক হয়। তাঁদের সঙ্গে ডিলারদের আরও কয়েকটি সংগঠন উপস্থিত ছিল।
ঠিক কী দাবি রেশন ডিলারদের? রেশন ডিলারদের দাবি, করোনাভাইরাসের আবহে যখন সকলেই ঘরবন্দি তখন একমাত্র রেশন ডিলাররাই গ্রামে গ্রামে মানুষের দুয়ারে রেশন বন্টন করেছিল। তখন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল একাধিক ডিলারের। কিন্তু কোনও সরকারি সাহায্য মেলেনি। তাই এবার এই প্রকল্প চালু করতে গেলে সমস্ত দাবি সরকারকে মানতে হবে।