বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Rampurhat Killings: বগটুই নিয়ে ‘মামলা সাজানোর’ নির্দেশ দিয়ে বিপাকে অনুব্রত, দূরত্ব তৈরি তৃণমূলের
পরবর্তী খবর
সূচপুরের উদাহরণ টেনে বগটুইকাণ্ডে ‘মামলা সাজাতে’ বলেছিলেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর তাঁর এই মন্তব্য থেকে দূরত্ব তৈরি করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়ে দিলেন, এই মন্তব্য ‘ব্যক্তিগত’, দলের নয়। বগটুই নিয়ে প্রথম থেকেই বিতর্কিত মন্তব্য করে আসছেন অনুব্রত। প্রথমে তিনি দাবি করেছিলেন, শর্ট সার্কিট থেকে টিভিতে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। পরে অবশ্য তাঁর সেই দাবি উড়িয়ে দেয় তাঁরই দল এবং পুলিশ প্রশাসন। আর এরপর ‘মামলা সাজানো’র নির্দেশ দেওয়ায় দলীয়ভাবে তাঁর থেকে এই বিষয়ে দূরত্ব তৈরি করলেন কুণাল ঘোষ।