পুরভোটে রাজ্যজুড়ে হিংসার প্রতিবাদে সোমবার বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধে ‘সব চালু থাকবে’ বলে জানালেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। রবিবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে একথা বলেন তিনি। সঙ্গে তিনি জানিয়েছেন, কেউ বাধা দিতে এলে পদক্ষেপ করবে পুলিশ।রবিবার পুরভোটে রাজ্যজুড়ে বেলাগাম হিংসার প্রতিবাদে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনধ ডেকেছে বিজেপি। বনধে ইস্যুভিত্তিক সমর্থন জানিয়েছে কংগ্রেস। এই পরিস্থিতিতে বনধে জনজীবন স্বাভাবিক রাখতে তৎপরতা শুরু করল রাজ্য পুলিশ। রবিবার বিকেলে সাংবাদিক বৈঠকে তেমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি।এদিন তিনি বলেন, সোমবার একটি রাজনৈতিক দল বনধ ডেকেছে বলে জানতে পেরেছি। কাল সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে। গণপরিবহণও চালু থাকবে। পুলিশ আগাম প্রস্তুতি নিচ্ছে। কেউ বাধা দিতে এলে পদক্ষেপ করবে পুলিশ।ক্ষমতায় আসার পর থেকে বিরোধীদের ডাকা বনধ ব্যর্থ করতে সক্রিয় ভূমিকা দেখা গিয়েছে রাজ্য সরকারের। বনধে অফিসে হাজির হতে না পারলে সার্ভিস ব্রেকের হুমকি দিয়ে একাধিকবার নির্দেশিকা জারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বনধের দিন পালটা মিছিল করে প্ররোচনা দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বনধে যোগদানকারী বিরোধী দলের কর্মীদের বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা করেছে পুলিশ। এবার দেখার সোমবারের বনধে কী খেল দেখায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।