মৃত্যুর এক বছর পেরিয়েও ন্যায় বিচার না মেলায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন অভয়ার বাবা-মা। শুক্রবার ‘বর্ষপূর্তির’ প্রতিবাদ মঞ্চ থেকে তাঁরা সরাসরি প্রশ্ন তুললেন সিবিআইয়ের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে। অভয়ার বাবার সোজাসাপ্টা মন্তব্য, ‘সিবিআই বিক্রি হয়নি, এই নিশ্চয়তা আমি দিতে পারব না।’
আরও পড়ুন: নবান্ন বা কালীঘাটে অভিযান নয়, কড়া হুঁশিয়ারি পুলিশের, কোন রাস্তায় গাড়ি আটকাবে?
এদিন রাতে জুনিয়র চিকিৎসকদের সংগঠন WBJDF-এর ডাকে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত হয় মশাল মিছিল। পথে প্রতিধ্বনিত হয় অভয়ার জন্য বিচার চাওয়ার স্লোগান। শ্যামবাজারে শেষ হয় মিছিল। সেখানে এক সভার আয়োজন হয়। তাতে উপস্থিত ছিলেন অভয়ার বাবা-মা। মঞ্চ থেকে অভয়ার বাবা অভিযোগ করেন, সিবিআই ইচ্ছে করেই তদন্তে গাফিলতি করছে। তাঁর দাবি, তারা জানে ৯৩টি ফরেনসিক রিপোর্টে কী আছে তারা ভালো করেই জানে, কিন্তু কিছু বলছে না। বরং বলছে, চার দিন পর মামলা পেয়েছে, তাই প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে। সিবিআই ডিরেক্টর নিজেই বলছেন, সঞ্জয় রায় ছাড়া আর কেউ জড়িত নয়। এটা জনমনে ঢোকানোর চেষ্টা চলছে। এর মধ্যে আঁতাত আছে, তা স্পষ্ট। কলকাতা পুলিশের দিকেও আঙুল তুলে তিনি বলেন, পুলিশ তৃণমূলের দলদাস ছাড়া কিছু নয়।