বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Nirmala Sitharaman: সন্দেশখালি নিয়ে তৃণমূলকে মণিপুর মনে করালেন নির্মলা, পাল্টা জবাব দিল দল
পরবর্তী খবর
Nirmala Sitharaman: সন্দেশখালি নিয়ে তৃণমূলকে মণিপুর মনে করালেন নির্মলা, পাল্টা জবাব দিল দল
1 মিনিটে পড়ুন Updated: 27 Feb 2024, 11:28 PM ISTChiranjib Paul
সন্দেশখালির ঘটনাপ্রসঙ্গ তুলে অর্থমন্ত্রী বলেন, 'সন্দেশখালির বিষয় বলতে গেলে শরীর কেঁপে ওঠে। রাজ্য সরকার কতটা নির্মম যে এখনও পর্যন্ত শাহজাহানকে গ্রেফতার করল না।'
কলকাতা এসে সন্দেশখালি নিয়ে তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, 'শাহজাহান কোথায় জানে তৃণমূল। তা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করা গেল না।'
সন্দেশখালির ঘটনাপ্রসঙ্গ তুলে অর্থমন্ত্রী বলেন, 'সন্দেশখালির বিষয় বলতে গেলে শরীর কেঁপে ওঠে। রাজ্য সরকার কতটা নির্মম যে এখনও পর্যন্ত শাহজাহানকে গ্রেফতার করল না।' তিনি মণিপুর প্রসঙ্গ তুলে তৃণমূলকে নিশানা করে বলেন, 'আমার মনে আছে মণিপুর নিয়ে সংসদে কতবার প্রশ্ন তুলেছিল। এটা করেনি কেন? ওটা করেনি কেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিয়েছেন কী কী পদক্ষেপ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সেখানে গিয়েছিলেন, ক্যাম্পে ছিলেন। সবার সঙ্গে কথা বললেন। যার বিরুদ্ধে পদক্ষেপ করার কথা করলেনও।'
তিনি আরও বলেন,'আর সন্দেশখালির ক্ষেত্রে কী দেখছি আমরা? ১৪৪ ধারা জারি করে কাউকে যেতে দিচ্ছে না। নিজেদের মন্ত্রীরা যাচ্ছেন। তার পর বিবৃতি আসছে, আর কয়েকদিনের মধ্যে আমরা শাহজাহানকে গ্রেফতার করব। তার মানে আপনার জানেন শাহজাহান কোথায়। সে কারণে আপনারা আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করব।'