নীল সাদা। রাজ্যের মুখ্য়মন্ত্রীর প্রিয় রঙ বলেই পরিচিত। স্কুল কলেজ থেকে ফুটপাতের রেলিং সর্বত্র এই নীল সাদা। এমনকী সরকারি কর্মসূচির প্যান্ডেল নীল সাদা না হলে চটে যান শাসক দলের নেতারা। তবে এবার কলকাতার বাস ট্রাম হতে পারে নীল সাদা।শ আগেই এই সাজে সেজে ওঠার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর।পরিবহণ দফতর এই উদ্যোগ নিচ্ছে বলে খবর। অর্থ দফতর তার অনুমোদনও করেছে। তবে এবার শুধু সময়ের অপেক্ষা। কলকাতার রাস্তায় অধিকাংশ বাস এবার হবে নীল সাদা। সব মিলিয়ে ৭৭৫টি সরকারি বাসে নীল সাদার প্রলেপ পড়বে। ৬৫টি ট্রামকে নীল সাদা রঙে দেখা যাবে। এই নীল সাদা রঙে সেজে ওঠা বাস, ট্রাম ছুটবে মহানগরীর বুকে। মোটামুটি শীতের মরসুমে কলকাতার রাস্তায় দেখা যাবে এই নীল সাদা বাস আর ট্রাম। তবে শুধু নীল সাদা থাকবে এমনটা নয়, কিছু নকশাও থাকবে তার গায়ে। সেই নকশার অনুমোদনও দিয়েছে নবান্ন। সূত্রের খবর।এদিকে স্কুল ইউনিউর্ম থেকে স্কুল কলেজের দেওয়াল সর্বত্র নীল সাদা। এবার বাদ থাকল না বাস ট্রামের দেওয়ালও। এদিকে এনিয়ে বিরোধীরা অতীতে নানা কটাক্ষ করেছিলেন। নানা দুর্নীতির কথা তুলে ধরেছিলেন। তবে শাসক দল কিংবা রাজ্য প্রশাসন অবশ্য় এসব কথাকে বিশেষ গুরুত্ব দেয় না বলেই খবর। এবার কলকাতার রাস্তায় নীল সাদা বাস ট্রাম দেখা শুধু সময়ের অপেক্ষা।তবে শুধু যে বাস ট্রাম নীল সাদা হয়ে যাবে এমনটা নয়, পুরানো বাস ট্রাম মেরামতও করা হবে। তবে সাধারণ যাত্রীদের অবশ্য এটাই সবথেকে বড় পাওনা। তাছাড়া সাধারণ যাত্রীদেরও অন্যতম দাবি সরকারি বাসে যাত্রী স্বাচ্ছন্দ্য যেন একটু ভালো হয়। রঙ করতে গিয়ে যাতে বাসের যাত্রী স্বাচ্ছন্দ্যে অবহেলিত থেকে না যায় সেটাই বলছেন সাধারণ যাত্রীরা।সব মিলিয়ে এই কাজ করতে ৪ কোটি ৪০ লক্ষ টাকা খরচ। ৭৭৫টি বাসের জন্য খরচ হবে ৪ কোটি টাকা। আর ট্রামের জন্য খরচ হবে ৪০ লক্ষ টাকা।