কেরলে বর্ষা প্রবেশের দিনই পশ্চিমবঙ্গেও প্রবেশ করল মৌসুমী বায়ু। নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে উত্তরবঙ্গসহ উত্তরপূর্বের সমস্ত রাজ্যে বর্ষা প্রবেশ করেছে বলে জানাল দিল্লির মৌসম ভবন। বৃহস্পতিবার মৌসম ভবন থেকে মৌসুমী বায়ুর অগ্রগতির যে মানচিত্র প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার জেলার উত্তরপূর্ব কোনে বক্সার জঙ্গল ও জয়ন্তীতে বর্ষা প্রবেশ করেছে।
আরও পড়ুন - মহিলাদের ফোন নম্বর জোগাড় করতে সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ করাচ্ছেন TMC নেতারা
পড়তে থাকুন - পিসি- ভাইপো যার বাড়িতেই লুকিয়ে থাকুক, সওকতকে চুলের মুঠি ধরে জেলে ভরা উচিত CBIএর: শুভেন্দু অধিকারী
বৃহস্পতিবারই কেরলে বর্ষা প্রবেশ করেছে বলে ঘোষণা করে মৌসম ভবন। স্বাভাবিকের থেকে ২ দিন আগে কেরলে বর্ষা প্রবেশ করেছে বলে জানায় তারা। এর কয়েক ঘণ্টার মধ্যে মৌসম ভবনের তরফে মৌসুমী বায়ুর অগ্রগতির মানচিত্র প্রকাশ করা হয়। সেই মানচিত্র অনুসারে পশ্চিমবঙ্গের একেবারে উত্তর – পূর্ব কোনে প্রবেশ করেছে বর্ষা। সাধারণত জুনের দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে। অর্থাৎ স্বাভাবিকের থেকে অন্তত ৭ দিন আগে রাজ্যে প্রবেশ করল বর্ষা।
আরও পড়ুন - বিরাট ভূমিকম্প আসবে, ৪ জুনের পর সব পরিবারবাদী পার্টি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে: নরেন্দ্র মোদী