সিপিএমের ব্রিগেড। তবে রবিবার ট্রেনে, বাসে একটা চর্চা বার বারই হয়েছে, ব্রিগেড, কিন্তু সেখানে বক্তব্য রাখবেন না মীনাক্ষী। আসলে বক্তাদের তালিকায় ছিলেন না মীনাক্ষী মুখোপাধ্য়ায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গত কয়েকবছর ধরে সিপিএমের যে মুখকে ঘিরে বার বার চর্চা হয়েছে, ভিড়ের মধ্য়েও নজর কেড়েছে, আন্দোলনের মুখ হিসাবে বার বার তিনি নিজেকে প্রমাণ করেছেন তিনি হলেন মীনাক্ষী। এবার ব্রিগেডের ডাক দিয়েছিল বামেদের কৃষক, ক্ষেতমজুরদের সংগঠন। সেখানে বক্তাদের যে তালিকা ছিল সেখানে ছিলেন না মীনাক্ষী। এই বিষয়টি নিয়ে দলের নীচু তলার কর্মীদের মধ্য়ে জোর চর্চা হয়েছে।
তবে মীনাক্ষী ছিলেন ব্রিগেডের সভায়। হাজার মানুষের ভিড়ে তিনি বার বার তুলে ধরেছেন মেহনতী মানুষের কথা। তিনি তুলে ধরেছেন শাসকদলের চুরির প্রসঙ্গ। বেশিরভাগ ক্ষেত্রেই সংবাদমাধ্যমের ক্যামেরায়।
ব্রিগেড শেষ হয়েছে। পায়ে পায়ে এবার বাড়ি ফেরার পালা। পার্টির ভাড়া করা বাসে ফিরবেন জেলায় জেলায়। মাংস রুটি রেডি। কিন্তু তারপরেও অনেক কমরেডের মনের কোণে খচ খচ করছে একটা কথা, মীনাক্ষীর বক্তব্য রাখলেন না। আসলে তাঁর জ্বালাময়ী ভাষণ শুনতে ভালোবাসেন অনেকেই। এবার ডানকুনির মাঠে যখন রাজ্য সম্মেলন হয়েছিল তখনও দেখা গিয়েছিল মীনাক্ষী বক্তব্য রাখতে উঠতেই ঝিমিয়ে পড়া ভিড় যেন আবার জেগে উঠেছিল।
এদিকে ব্রিগেডের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মীনাক্ষী। কিন্তু সেখানে তাৎপর্যপূর্ণভাবে একজন নেতারও ছবি নেই। দূর থেকে তোলা ব্রিগেডের মঞ্চের ছবি রয়েছে। কিন্তু সেখানে নেতাদের বিশেষ বোঝা যাচ্ছে না। তবে তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে শুধুই খেটে খাওয়া মেহনতী মানুষের ছবি।