সবে লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। সেই ভোটে পরাজিত হয়েছেন বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। কিন্তু তা নিয়ে দুঃখে ভেঙে পড়ার কোনও ব্যাপারই নয়। ভোটের পরাজিত হয়েই ছাদনাতলায় চলে গেলেন স্বপন মজুমদার। চল্লিশ পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি।
তিনি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। এর আগে তাঁর নানা মন্তব্যকে ঘিরে ভোট পর্বে বিতর্ক দানা বেঁধেছিল। তবে সেসব আজ অতীত। এবার একেবারে ঝলমলে বিয়ের আসর বসল। এলাহি সব আয়োজন ছিল বিয়েতে। স্থানীয় বিজেপির নেতা কর্মীদেরও বিয়েতে নেমন্তন্ন ছিল।
সূত্রের খবর, বনগাঁ আমলাপাড়ার বাসিন্দা তৃষা মিস্ত্রির সঙ্গে বিয়ে হল স্বপন মজুমদারের। সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই বিয়ের ছবি। ফেসবুকে স্বপন মজুমদার নিজেও নববধূর সঙ্গে ছবি পোস্ট করেছেন। সেখানেও শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। তবে একজন লিখেছেন, দাদা আমাদের খাওয়াটা বাকি আছে। কবে খাওয়াবেন বলবেন।
অপর এক নেটিজেন লিখেছেন, মনটা ভালো হয়ে যেত যদি বারাসতটা বিজেপি পেত। এদিকে বিধায়কের বিয়ে বলে কথা। বিরাট খাওয়ার আয়োজন করা ছিল। একেবারে কবজি ডুবিয়ে খেয়েছেন নিমন্ত্রিতরা। বিয়ের মেনুতে ছিল ভাত, ডাল, মাছ, ফ্রায়েড রাইস, মাংস, চাটনি পাপড়, রসগোল্লা, সন্দেশ।