ঘটনাটি ঘটেছে আজ সকাল ৮টা নাগাদ। ওই যুবকের নাম অনিমেষ সিং (২৬)। তিনি ঠাকুরপুকুর এলাকারই বাসিন্দা। তারাতলার কাছে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। এদিন সকালে বোনকে টিউশনির জন্য ছাড়তে গিয়েছিলেন তিনি। বোনকে ছাড়ার পর বাড়ি ফিরছিলেন।
ছুরি দিয়ে যুবককে খুন। প্রতীকী ছবি
কলকাতার রাস্তায় প্রকাশ্যে এক যুবককে ছুরি দিয়ে আঘাত করে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে আজ সকালে ঠাকুরপুকুর থানার এলআইসি বাজার এলাকায়। ওই যুবক রাস্তায় স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় মাঝ রাস্তায় আচমকা হামলা চালায় এক ব্যক্তি। সে যুবকের বুকের বাম ছুরি মারে। ঘটনায় রক্তাক্ত অবস্থায় যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত প্রশ্ন করেন। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে আজ সকাল ৮টা নাগাদ। ওই যুবকের নাম অনিমেষ সিং (২৬)। তিনি ঠাকুরপুকুর এলাকারই বাসিন্দা। তারাতলার কাছে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। এদিন সকালে বোনকে টিউশনির জন্য ছাড়তে গিয়েছিলেন তিনি। বোনকে ছাড়ার পর বাড়ি ফিরছিলেন। সেই সময় অতর্কিত হামলা চালায় ওই ব্যক্তি। ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক। এদিকে, চিৎকারের আওয়াজ শুনে সেখানে ছুটে আসেন স্থানীয়রা। তাদের মধ্যে বেশ কয়েকজন অভিযুক্ত ব্যক্তির পিছু ধাওয়া করেন কিন্তু, তাকে ধরতে পারেননি। এদিকে, রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা করে তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
এরপর পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের নাম সুবল সর্দার ।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। যদিও কী কারণে এই খুনের ঘটনা তা এখনও জানা যায়নি। তা জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সে ক্ষেত্রে পুরনো কোনও শত্রুতা রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা । এদিকে, পুজোর মরশুমে যুবকের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। কী কারণে যুবককে হত্যা করা হয়েছে তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য, অনিমেষের সঙ্গে কারও শত্রুতা ছিল না।