খোদ কলকাতায় লিভ ইন সঙ্গীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করে আত্মঘাতী হলেন যুবক। ঘটনাটি ঘটেছে কলকাতার বিক্রমগড়ে। জানা গিয়েছে, লিভ ইন সঙ্গীকে ছুরি দিয়ে কোপানোর পর তাঁকে ঘর থেকে বাইরে বের করে দেন তিনি। এরপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম লিটন দাস। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই যুবতী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিক্রমগড়ের একটি বাড়িতে লিটন দাস ওই যুবতীর সঙ্গে ঘর ভাড়া করে থাকছিলেন। তিনি পেশায় অ্যাপ ক্যাবের চালক। লিটন দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি এলাকার বাসিন্দা। ওই যুবতীর সঙ্গে তিনি গত চার বছর ধরে লিভ ইনে থাকছিলেন। জানা গিয়েছে, ওই যুবতীর আগে বিয়ে হয়েছিল। ১১ বছর আগে তাঁর ডিভোর্স হয়ে যায়। এরপর লিটনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওই যুবতী। তারপরে তাঁরা লিভ ইনে থাকার সিদ্ধান্ত নেন। গতকাল সকালে ওই যুবতীকে বাড়ির দরজার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারাই পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে যুবতীকে উদ্ধার করে। অন্যদিকে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে তা ভেঙে ভিতরে প্রবেশ করে পুলিশ। ঝুলন্ত অবস্থায় লিটনকে দেখতে পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে লিটনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ওই যুবতী পুলিশকে জানিয়েছেন, এই ঘটনার আগে তাঁদের মধ্যে ঝামেলা হয়েছিল। তারপরে লিটন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। পরে তাঁকে ঘর থেকে বাইরে বের করে দেয়। সোমবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। যদিও তাদের মধ্যে কী নিয়ে ঝামেলা তা এখনও জানা যায়নি। যুবতীকে জিজ্ঞাসাবাদ করার পরেই সে বিষয়ে সঠিক তথ্য জানতে পারবে পুলিশ। পাশাপাশি ওই যুবক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে নাকি অন্য কোনও রহস্য রয়েছে তা ময়নাতদন্তের রিপোর্টের পরে জানা যাবে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, এদিনই হরিদেবপুরে এক যুবতীর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুবতীকে অন্যত্র খুন করে দেহ হরিদেবপুরে ফেলা দেওয়া হয়। এই ঘটনার তদন্তে নেমেছে কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখা। হরিদেবপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup